সাদ্দাম হোসাইন, হ্নীলা ॥
হ্নীলায় দালালদের খপ্পরে পড়ে পানি পথে স্বপ্নের মালয়েশিয়ায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আজ ২বছর ধরে নিখোঁজ হয়েছে সাদ্দাম হোসন নামের হ্নীলার ১ যুবক।
সরেজমিনে গিয়ে দেখা যায় গত ২বছর আগে হ্নীলা ইউনিয়নের উলুচামরী এলাকার শওকত আলীর পুত্র সাদ্দাম হোসন (১৫)সহ এলাকার আরো ৭ যুবক দালালদের খপ্পরে পড়ে মালয়েশিয়া যাওয়ার উদ্দোশ্য বাড়ি থেকে বের হয়ে আজ ২ বছর পর্যন্ত খোঁজ মিলছেনা। সাদ্দাম কি মরে গেছে না বেঁেচ আছে তা নিশ্চিত না হওয়ার ফলে তাদের মধ্যে এক রকম হাতাশা বিরাজ করছে। পিতা-মাতা ছেলেকে ফিরে পেতে টেকনাফের চিহ্নিত দালালদের কাছে গিয়ে খোঁজ করছে। তারাও ছেলের খোঁজ-খবর দিতে পারছেনা। দীর্ঘ ২বছর অতিক্রম হওয়ার পরও ছেলের সন্ধান না পেয়ে পিতা-মাতা দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে। এদিকে সাদ্দামের বাবা শওকত আলী ও মা মমতাজ বেগম পুত্র শোকে কাতরাচ্ছে। প্রায় সময় জ্ঞান হারিয়ে পাগল পারা হয়ে আছে। এলাকা জুড়ে নেমে এসেছে শোকের মাতম। টেকনাফের মানব পাচারকারীদরে বিরুদ্ধে জনমনে তীব্র ক্ষোভরে সঞ্চার হয়েছে। দালালদের ধরে ক্রস ফায়ারে আনার দাবী জানিয়েছেন। নিখোঁজ সাদ্দামের বাবা শওকত আলী ও মা মমতাজ বেগম প্রশাসনসহ সকলের কাছে ছেলেকে ফিরে পাওয়ার জন্য সহায়তা কামনা করেছেন।
প্রকাশিত: ০৩/০১/২০১৫ ৯:২১ অপরাহ্ণ
পাঠকের মতামত