প্রকাশিত: ০৩/০১/২০১৫ ৯:১৯ অপরাহ্ণ

ইয়াবা বিরোধী অভিযানের ইনফর্মার সন্দেহে

সাদ্দাম হোসাইন, হ্নীলা ॥
হ্নীলায় ইনফর্মার সন্দেহে এক যুবকের উপর হামলা চালিয়ে সর্বস্ব ছিনিয়ে নিয়েছে দূর্বৃত্তরা। এই ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দায়েরর প্রক্রিয়া চলছে।
অভিযোগে জানা যায়, গত ২ জানুয়ারী রাত সাড়ে ৮টারদিকে টেকনাফের হ্নীলা উত্তর-পশ্চিম জাদিমোরাস্থ মোঃ আলী মিয়া মুন্সীর পুত্র মোঃ আলম (৩০) কাজ-কর্ম সেরে টাকা-পয়সা নিয়ে বাড়ি ফিরে যাওয়ার সময় পূর্ব থেকে ওৎপেতে থাকা আহমদ প্রকাশ জাইল্যা আহমদের পুত্র আদম ঘাট ব্যবসায়ী মোঃ জোহার ও তার ভাই ইয়াবা ব্যবসায়ী হোছন জোহারসহ ৪/৫ লাঠি-সোটা নিয়ে গতিরোধ করে বেধড়ক পিটিয়ে বুক, পিট ও উরুতে মারাতœক আহত করে থেতলিয়ে দেয়। এ সময় হামলাকারীদের দারকোপে হাতের ২টি আঙ্গুলের অংশ বিশেষ কেটে পড়ে যায়। পকেটে থাকা টাকা লুটপাট হয়ে যায়। এরপর শোর-চিৎকার শুনে স্থানীয় লোকজন রক্তাক্ত আলমকে উদ্ধার করে হ্নীলায় হাসপাতালে চিকিৎসা দেয়। খবর পেয়ে টেকনাফ থানার টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। হামলার শিকার ব্যক্তি জানায় বেশ কিছুদিন আগে ইয়াবা বিরোধী অভিযান পরিচালনাকারী আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা হোছন জোহারের ইয়াবার চালানসহ ফরিদা বেগম নামে এক রোহিঙ্গা মহিলাকে আটক করে। ইয়াবার মালিক হোছন জোহার এই অভিযানের ইনফর্মার হিসেবে আমাকে সন্দেহ করে সুযোগ বুজে রাতে হামলা চালিয়েছে। এ সময় শার্ট পিস, ৪০হাজার টাকাসহ বাজার সামগ্রী লুট হয়েছে বলে দাবী করে। এই ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানায়। এই ব্যাপারে হামলাকারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে না পাওয়ায় কোন ধরনের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় লোকজন হামলা চালিয়ে রক্তাক্ত করার বিষয়টি স্বীকার করেন।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...