প্রকাশিত: ০৩/০১/২০১৫ ৯:১১ অপরাহ্ণ
উখিয়ায় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা ঃ পাশের হার ৮৪.৭৬%

JSC
গফুর মিয়া চৌধুরী, সিএসবি২৪:
কক্সবাজারের উখিয়ায় জেএসসি ও জেডিসি পরীক্ষায় ফলাফলের হার ৮৪.৭৬%। উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৩টি মাধ্যমিক ও নিন্ম-মাধ্যমিক বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ হাজার ২শত ১৯ জন। পরীক্ষায় কৃতকার্য হয়েছে ১ হাজার ৮ শত ৮১জন। জিপিএ-৫ পেয়েছে ৬৩ জন। তৎমধ্যে ডেইলপাড়া নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ে ৪০জন পরীক্ষার্থীর মধ্যে ৪০জনই পাশ করে শতভাগ পাশ ও উপজেলা পর্যায়ে শীর্ষ অবস্থানে রয়েছে। এছাড়া জালিয়াপালং নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের ৭৩জন পরীক্ষার্থীর মধ্যে ৭২জন পাশ করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

জেডিসিতে ৮টি মাদ্রাসায় মোট ৫৬২জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫৫৫জন। ফলাফলের হার ৯৮.৭৫%। জিপিএ-৫ পেয়েছে ১৭ জন। মাদ্রাসা পর্যায়ে শতভাগ পাশ করেছে টাইপালং হামিদিয়া দারুসুন্নাহ দাখিল মাদ্রাসা, সোনারপাড়া মাদ্রাসা, ফাতেমাতুজ্জাহরা বালিকা মাদ্রাসা ও রুমখাঁপালং আলিম মাদ্রাসা।

এ ফলাফলে অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে কতিপয় শিক্ষক গণিত ও ইংরেজী বিষয়কে পুঁজি করে প্রতি ব্যাচে ৫০-৬০জনের অধিক ছাত্র-ছাত্রীদের প্রাইভেট মুখী করে বিদ্যালয়ে নিয়মিত পাঠদান ব্যাহত করে। উক্ত শিক্ষকেরা তাদের নিজস্ব বাসা-বাড়ি সহ কোন কোন বিদ্যালয়ের ক্লাশরুম ব্যবহার করে সকাল-সন্ধ্যা প্রাইভেটের নামে তাদের অনৈতিক উপায়ে আয়ের ব্যবসা রমরমা চালিয়ে গেলেও মুলতঃ বার্ষিক ও চুড়ান্ত পরীক্ষায় শিক্ষার্থীরা বরাবরই ফল বিপর্যয়ের সম্মুখীন হয়। কারণ প্রাইভেট বাণিজ্যে জড়িত দূর্নীতিবাজ শিক্ষকেরা যেখানে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ৩০-৪০ছাত্র-ছাত্রীদের যথাযথ পাঠদানে হিমশিম খেতে হয় সেখানে একসাথে ৫০-৬০জন শিক্ষার্থীদের কিভাবে প্রাইভেট পড়িয়ে ভাল ফলাফল নিশ্চিত করবে বিষয়টি সচেতন মহলকে উদ্বিগ্ন করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উখিয়ার ঐতিহ্যবাহী কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উখিয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়, পালং আদর্শ উচ্চ বিদ্যালয়, আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়, মরিচ্যাপালং উচ্চ বিদ্যালয় ও মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ফলাফল বিবরণীতে দেখা যায়, অতীতের সন্তোষজনক ফলাফলকে ধরে রাখতে ব্যর্থ হয়ে হতাশাজনক ফলাফল করেছে। এতে ক্ষতিগ্রস্থ হয়েছে শিক্ষার্থী ও অভিভাবক মহল। কয়েকজন সচেতন অভিভাবক হতাশা প্রকাশ করে বলেন, যেখানে ইতিপূর্বে একেসি উচ্চ বিদ্যালয় ভাল ফলাফল করে উপজেলা পর্যায়ে সুনাম অর্জন করেছিল সেই বিদ্যালয়টি আজ প্রাইভেট বাণিজ্যের কারণে ৩৫% পাশ করে ফলাফল বিপর্যয় ঘটিয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: রায়হাইনুল ইসলাম মিয়া বলেন, উখিয়া উপজেলায় মোট পরীক্ষার্থীদের মধ্যে ৬০% ছাত্রী, ও ৪০% ছাত্র অংশগ্রহণ করলেও ছাত্রদের চেয়ে ছাত্রীদের পাশের হার এগিয়ে রয়েছে এবং ফলাফলেও বিগত বছরের চেয়ে দ্বিগুণ ভাল ফলাফল করেছে বলে তিনি দাবী করেন। এবারের ফলাফলে নি¤œ-মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় শতভাগ পাশও রয়েছে। সর্বোপরি উখিয়ায় এবারে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক বলে তিনি জানান।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...