প্রকাশিত: ০৩/০১/২০১৫ ৬:৩৫ অপরাহ্ণ , আপডেট: ০৩/০১/২০১৫ ৬:৩৭ অপরাহ্ণ
কক্সবাজার সদর উপজেলা আ’লীগের সম্মেলন সম্পন্ন

সভাপতি-তালেব, সম্পাদক-মাদু
COXS A'L NEWS PIC 03-01-2015
বলরাম দাশ অনুপম, কক্সবাজার থেকে ॥
কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা আবু তালেব ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যুবনেতা মাহমুদুল করিম মাদু। ৩ জানুয়ারী সকালে সম্মেলনের পর বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কাউন্সিলরদের গোপন ব্যালটের মাধ্যমে ১২০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তালেব। তার প্রতিদ্বন্দ্বি মনিরুল আলম চৌধুরী পান ১০০ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শহর যুবলীগের আহবায়ক মাহমুদুল করিম মাদু। তার প্রতিদ্বন্দ্বি জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির হিমু পেয়েছেন ৭৭ ভোট। এর আগে বাংলাবাজার স্টেশন মোড় চত্ত্বরে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট একে আহমদ হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাবেক সাংসদ মোস্তাক আহমদ চৌধুরী। সম্মেলনে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি, শহর আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান চেয়ারম্যান, সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্যে রাখেন।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...