প্রকাশিত: ০৩/০১/২০১৫ ৫:১৩ অপরাহ্ণ , আপডেট: ০৩/০১/২০১৫ ৬:১৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক::image_171002.obaidul kader (3)
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগকে মানুষের মন জয় করে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে। সংগঠনটির নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আশা করি ২০১৫ সালে এ সংগঠনের সুনামের ধারা একধাপ এগোবে। ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রযুক্তি ও আদর্শের সমন্বয়ে কাজ করার কথাও বলেন তিনি। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রার আগে সমাবেশে মন্ত্রী এ কথা বলেন।
সমাবেশে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার দিনবদলের সনদকে কাজে লাগাতে হবে। ২০১৫ সাল একই সঙ্গে চ্যালেঞ্জিং ও ডিলাইটফুল হবে। আমাদের কর্মীদেরকে শুধু পরবর্তী নির্বাচন নয়, মানুষের মন জয় করার জন্য কাজ করতে হবে। এ সময় তিনি বলেন, আমাদের বড় শত্রু সাম্প্রদায়িকতা, এটি রুখতে কাজ করতে হবে।
পদ্মা সেতু সম্পর্কে মন্ত্রী বলেন, এ সেতু শেখ হাসিনার বিরাট এক অর্জন। কেউ ভাবতে পারেনি, নিজস্ব অর্থায়নে সেতু হবে। সেই পদ্মা সেতু এখন অবাস্তব কল্পনা নয়, দিনের আলোর মতো পরিষ্কার। তিনি বলেন, দেশের মানুষ জানে বাংলাদেশ সম্ভাবনাময় ১০টি দেশের একটি। তিনি এ সময় ছন্দ মিলিয়ে বলেন, যদি থাকে শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। বিরোধী জোটকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে নাশকতা করলে জনগণের জানমাল রক্ষায় সরকার কঠিন পদক্ষেপ নেবে।
ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামানের সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগ, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা ছাড়াও ছাত্রলীগের সাবেক নেতারা অংশ নেন। সমাবেশে ঢাকা ও আশপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী যোগ দেন। সমাবেশ শেষে একটি শোভাযাত্রা অপরাজেয় বাংলা থেকে থেকে শাহবাগ, মৎস্য ভবন হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যায়। বিপুল জনসমাগমের কারণে এ সময় শাহবাগ থেকে পল্টন পর্যন্ত রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...