অনলাইন ডেস্ক::গত নভেম্বরে চীনে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘শাল কূটনীতি’ বেশ কার্যকর ভূমিকা পালন করেছে বলেই মনে হয়। একই পথে হাঁটতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নয়া দিল্লিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার গায়েও একটি সফেদ মাইসোরি সিল্ক শাল জড়িয়ে দেবেন বলেই জানা গেছে।
মাত্র দুই মাস আগে পুতিন উষ্ণ সম্পর্কের প্রতীকস্বরূপ চীনের ফার্স্ট লেডি পেং লিয়ুয়ানকে একটি শাল উপহার দেন। তবে ওই ঘটনার ভিডিও এবং অন্যান্য ছবি সেন্সর করা হয়।
এদিকে, ভারতে বারাক ওবামার আগমন উপলক্ষে চলছে নানা আয়োজন। দেশটির রাষ্ট্রপতি ভবন থেকে মাইসোরির কর্নাটক সিল্ক করপোরেশনকে ৫০টি শালের অর্ডার করা হয়েছে। এগুলো ওবামার দলের জন্যেই নাকি প্রস্তুত করা হবে। ভারতের স্বাধীনতা দিবসে মাইসোরি সিল্ক শালের মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা পাবেন বারাক ওবামা।
কর্নাটক সিল্ক করপোরেশনের জেনারেল ম্যানেজার সদানন্দ গওড়া বলেন, দারুণ বোধ করছি। খুবই আনন্দ হচ্ছে এবং গর্বিত হয়েছি।
এই প্রথমবারের মতো ভারতের স্বাধীনতা দিবসে মেহমান হচ্ছেন কোনো মার্কিন প্রেসিডেন্ট এবং তিনি বারাক ওবামা।
প্রকাশিত: ০৩/০১/২০১৫ ৪:২০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক : ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ইন্টারন্যাশনাল ইয়ুথ সামিট ২০২২। আন্তর্জাতিক এই ...
পাঠকের মতামত