অনলাইন ডেস্ক::
প্রথমে ছেলের সঙ্গে পপ স্টার মেলি সাইরাসের সম্পর্কটি মেনেই নিতে পারলেন না আর্নল্ড শোয়ার্জনিগার। মডেল ছেলে প্যাট্রিকের সঙ্গে বহু স্ক্যান্ডালের কেন্দ্রবিন্দু সাইরাসের প্রেমে নাখোশ মা মারিয়া শ্রিভার। কিছুদিন আগে সাইরাসকে মামার কাছে নিয়ে গিয়ে তাকে পটিয়ে ফেলেছেন প্যাট্রিক। মামার চোখে সাইরাস দারুণ একটা মেয়ে। মনটা নরম করে ডেটিংয়ের অনুমতি দিয়েছেন সাবেক মিস্টার ইউনিভার্স। আর নববর্ষে ছেলে আর তার পপ স্টার প্রেমিকার সঙ্গে রীতিমতো পার্টি করেছেন শোয়ার্জনিগার আর শ্রিভার।
ছেলে আর ছেলের প্রেমিকাসহ স্ত্রীকে নিয়ে নববর্ষের ঘণ্টা বাজাতে দেখা গেছে সাবেক এই গভর্নরকে। তারা ব্রিটনি স্পিয়ার্সের একটি পার্টিতেও যোগ দেন। পার্টি শুরুর আগে তার সঙ্গে আড্ডাও দিয়েছেন চারজন।
এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, প্যাট্রিকের মা তার ছেলের ‘ব্যাড গার্ল’ প্রেমিকা সাইরাসকে নিয়ে পুরো দুশ্চিন্তায় ছিলেন। এই মেয়েকে স্টেজে গান গাইতে গাইতে গাঁজা খেতে দেখেছেন তিনি। কিন্তু অবশেষে তিনিও মেয়েটির সঙ্গে মিশে খুশি। কারণ ভাই অ্যান্টনি শ্রিভার মেয়েটিকে দারুণ পছন্দ করেছেন।
একটি সূত্র জানায়, তারা চারজন মিয়ে থার্টি ফার্স্ট নাইটের পার্টি শুরু করেন একটি স্ট্রিপ হাউজে। সেখানে খাওয়া দাওয়া সারেন। সাইরাসের হাতে বড় মাপের একটি হীরের আংটি দেখা যাচ্ছিল। ওটা অবশ্য ছবি তোলার সময় বারবার লুকাচ্ছিলেন তিনি।
প্ল্যানেট হলিউডে ব্রিটনির শো এর পর দুই কপোত-কপোতি ব্যক্তিগত সময়ও কাটিয়েছেন। হোটেলের ক্যাসিনোতে ব্ল্যাকজ্যাক খেলেছেন ভোর ৪টা পর্যন্ত। সূত্র : ফক্স নিউজ
প্রকাশিত: ০৩/০১/২০১৫ ২:৪০ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...
পাঠকের মতামত