প্রকাশিত: ০৩/০১/২০১৫ ১০:৫৫ পূর্বাহ্ণ , আপডেট: ০৩/০১/২০১৫ ১০:৫৭ পূর্বাহ্ণ
হাঁটলেই চার্জ হবে মোবাইল!

mobile_2_178692234_53961
অনলাইন ডেস্ক:
আমাদের মাঝে মধ্যে খুব প্রয়োজনের সময় মোবাইল ফোনের চার্জ থাকে না কিংবা বিদ্যুৎ না থাকায় চার্জ দিতে পারিনা। আবার কোথাও বেড়াতে যাওয়ার পর দেখি সেখানে বিদ্যুৎ সংযোগ নেই। তখন আমরা নানা ঝামেলায় পড়ে থাকি। কিন্তু এবার থেকে আপনাকে আর এ ধরণের সমস্যায় পড়তে হবে না।

কারণ এখন আপনার চলার প্রতি ধাপে উৎপন্ন হবে বিদ্যুৎ! ‘সোলপাওয়ার এনসোলস’ জুতা পায়ে কিছু পথ হাঁটলে একটি মোবাইল ফোন চার্জ দেওয়া সম্ভব হবে।

জুতার বাইরের অংশে একটি পাওয়ার প্যাক স্থাপন করা হবে যেন হাঁটার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ উৎপন্ন হয়। যা দিয়ে মোবাইল ফোন রিচার্জ করা হবে।

এই প্রযুক্তির উদ্যোক্তা ডেভিট ডেভিটিয়ান বলেন, আমরা এমন একটি প্রযুক্তি উদ্ভাবন করতে ‍যাচ্ছি যখন জুতা পায়ে হাঁটলেই বিদ্যুৎ উৎপন্ন হবে এবং ব্যাটারিতে সংরক্ষিত হবে। পাওয়ার প্যাকের সঙ্গে একটি ইউএসবি পোর্ট থাকবে যার মাধ্যমে বিভিন্ন ধরনের স্মার্টফোনে চার্জ দেওয়া সম্ভব হবে।

তিনি বলেন, এটা এখনও প্রক্রিয়াধীন, সাধারণত আমরা যে ধরনের জুতা ব্যবহার করে থাকি, সেগুলোতে এ প্রযুক্তি স্থাপনের চেষ্টা করা হচ্ছে। খুব তাড়াতাড়ি এটা দোকানে পাওয়া যাবে।

পাঠকের মতামত

কপিরাইট অফিসের দুর্নীতির বরপুত্র আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক বহাল তবিয়তে

কপিরাইট অফিসের দুর্নীতির বরপুত্র আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক বহাল তবিয়তে

নিজস্ব প্রতিবেদক:: কপিরাইট অফিসের বেশির ভাগ কর্মকতারা দূর্নীতি অনিয়মের সাথে জড়িত। এমন কিছু দূর্নীতিগ্রস্হ কর্মকর্তার ...
রামদা'য়ে শাণ দেওয়া চবি ছাত্রলীগের সেই দুই কর্মী এখন সহ-সভাপতি

রামদা’য়ে শাণ দেওয়া চবি ছাত্রলীগের সেই দুই কর্মী এখন সহ-সভাপতি

চট্টগ্রাম প্রতিনিধিঃ সময়টা ২০১৫ সালের ২ নভেম্বর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) তখন মুখরিত ছিলো ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের ...