প্রকাশিত: ০৩/০১/২০১৫ ১০:৫৪ পূর্বাহ্ণ
২২১ রানে অলআউট স্বাগতিক নিউজিল্যান্ড

202205.3_53963
অনলাইন ডেস্ক:
ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২২১ রানে অলআউট হয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। শনিবার শ্রীলঙ্কার নুয়ান প্রদীপ ও সুরঙ্গা লাকমলের বোলিং তোপে মাত্র ৫৫.১ ওভারে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি ম্যাককুলাম বাহিনী। ইনিংসের অস্টম ওভারের প্রথম বলেই দলীয় ৩১ রানে টম লাথামকে হারায় তারা। থিতু হতে পারেননি আরেক ওপেনার হামিশ রাদারফোর্ডও (৩৭)। প্রদীপের হাতে থেমে যান তিনি।

এরপর তৃতীয় উইকেটে গিয়ে কেন উইলিয়ামসন ও রস টেলর প্রতিরোধ গড়েন। কিন্তু দলীয় ১৪১ রানের সময় বোল্ড হয়ে সাজঘরে ফিরতে হয় টেলরকে। ৭২ বলে ৩৫ রান করেন নিউজিল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান। তবে আরেক পাশে আস্থা দেখাতে থাকেন উইলিয়ামসন। শেষ পর্যন্ত দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করে আউট হন তিনি। এদিন শূন্য রানে ফিরে যান দুরান্ত ফর্মে থাকা ব্রেন্ডন ম্যাককুলাম। অধিনায়কের বিদায়ের পর নিউজিল্যান্ডের লেজ আর বেশিক্ষণ দাঁড়াতে পারেনি। ফলে ৫৫.১ ওভারে ২২১ রানেই থেমে যেতে হয় ব্লাক ক্যাপসদের ইনিংস।

শ্রীলঙ্কার পক্ষে নুয়ান প্রদীপ ১৬ ওভারে ৬৩ রান দিয়ে চারটি উইকেট দখল করেন। সুরঙ্গা লাকমল তিনটি ও ধামিকা প্রসাদ দুটি উইকেট শিকার করেন।

পাঠকের মতামত

সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে কক্সবাজারে সম্পন্ন

সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে কক্সবাজারে সম্পন্ন

  সংবাদ বিজ্ঞপ্তি:: ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর সদস্যদের দ্বারা গঠিত সিএ ...
আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...