প্রকাশিত: ০২/০১/২০১৫ ২:৩৬ অপরাহ্ণ
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

accident
মহিউদ্দিন মাহী, কক্সবাজার:
কক্সবাজার সদর উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
উপজেলা পরিষদ গেটসংলগ্ন এলাকায় শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কক্সবাজার শহরের গোল দীঘিরপাড় এলাকার সুমন সেনের ছেলে জনি সেন (১৮) ও উখিয়া উপজেলার কুতুপালং এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে শহিদুল ইসলাম (১২)।
কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল কাদের পাটোয়ারী জানান, সকাল সাড়ে ৪ টার দিকে একটি মাইক্রোবাস ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। তারা বাস টার্মিনালসংলগ্ন একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মচারী।
স্থানীয়রা উদ্ধার করে তাৎক্ষণিক তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০ টার দিকে তারা মারা যান।
মাইক্রোবাসটি দ্রুত চলে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...