বিনোদন ডেস্ক:
বলিউডের বেবি ডল সানি লিওনের নিউ ইয়ার রেজলিউশনে জড়িয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
ফ্যানদের চমকে দিয়ে ২০১৫-তে নিজের জন্য কিছুই চাইলেন না সানি৷ বরং প্রধানমন্ত্রীর কাছে তিনি একখানা আর্জি জানিয়ে রাখলেন৷
সানির আর্জি, তাঁর মতো এনআরআই যাঁরা এদেশে কাজ করছেন বা ব্যবসা করছেন, তাঁদের কাজের পরিসর যেন খানিকটা সহজ করে দেন মোদীজি৷ এটাই সানির চাওয়া৷
যদিও ২০১৪ সানির কেরিয়ারে সবথেকে সফল বছর৷ এমনকী ইন্টারনেটে সার্চের নিরিখে মোদীকেও ছাপিয়ে গেছেন তিনি৷ তবে নিজের কেরিয়ারের ভালোর পাশাপাশি, তাঁর মতো সমস্ত নন রেসিডেন্সিয়ালেরও ভালো চাইছেন সানি৷
আর তাই প্রধানমন্ত্রীর হয়ে তাঁর এই রেজলিউশন৷ দেশের নেট সার্চে নিজের নামের আগে যাঁর নাম আসে তাঁর এই আর্জিতে কি সাড়া দেবেন প্রধানমন্ত্রী? ব্র্যান্ড মোদী যেভাবে আন্তর্জাতিকতাকে গুরুত্ব দেয়, তাতে সানির রেজলিউশন সত্যি হয়েও যেতে পারে ২০১৫-তে৷ সূত্র : কলকাতা ২৪
প্রকাশিত: ০২/০১/২০১৫ ২:৩২ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...
পাঠকের মতামত