প্রকাশিত: ০১/০১/২০১৫ ৬:৫১ অপরাহ্ণ
চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচন: সভাপতি-কলিম, সম্পাদক-মহসিন

ctg press club
তাজুল ইসলাম পলাশ, চট্টগ্রাম:
হরতাল ও বৈরী আবহাওয়ার মধ্যেও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ঐতিহ্যবাহী চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন। ২১৯ ভোটারের মধ্যে ২১৩ জন স্থায়ী সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২০১৫ ও ১৬ সালের জন্য ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন কলিম সরওয়ার। তিনি পেয়েছেন ৮৫ ভোট। তার প্রতিদদ্বী ছিলেন আলহাজ আলী আব্বাস, আসিফ সিরাজ, জসীম চৌধুরী সবুজ ও রাশেদ রউফ।

দ্বি-বার্ষিক সাধারণ সভার মুলতবি সভায় গতকাল বুধবার রাতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান কবি ওমর কায়সার আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন। এতে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক নুরুল আমিন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ১১১ ভোট পেয়ে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন কাজী আবুল মনসুর। প্রতিদদ্বী ছিলেন জামালুদ্দীন ইউছুফ, মো. খোরশেদ আলম ও রতন কান্তি দেবাশীষ। ১২১ ভোটে সহসভাপতি নির্বাচিত হয়েছেন সালাহউদ্দিন মো. রেজা, প্রতিদদ্বী ছিলেন মনজুর কাদের মনজু। ৯৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন মহসিন চৌধুরী। তার প্রতিদদ্বী ছিলেন রফিকুল বাহার ও শুকলাল দাশ। সর্বোচ্চ ১৪৭ ভোট পেয়েছে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন ফরিদ উদ্দীন চৌধুরী (চৌধুরী ফরিদ)। প্রতিদদ্বী ছিলেন মহসীন কাজী ও মো. শহীদুল ইসলাম।

৮৮ ভোটে অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন তাপস বড়–য়া রুমি। প্রতিদদ্বী ছিলেন মোহাম্মদ ফারুক, যীশু রায় চৌধুরী ও রশিদ মামুন। ৯৩ ভোটে সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন শহীদুল্লাহ শাহরিয়ার। প্রতিদদ্বী ছিলেন নাসির উদ্দিন হায়দার ও বিশ্বজিৎ বড়–য়া। বর্তমান ক্রীড়া সম্পাদক নজরুল ইসলামকে হারিয়ে নির্বাচিত হয়েছেন গোলাম মাওলা মুরাদ। তিনি পেয়েছেন ১১৯ ভোট। অনুরূপ কান্তি দাশ টিটুকে হারিয়ে গ্রন্তাগার সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. শওকত ওসমান। তিনি পেয়েছেন ১২৫ ভোট। ১১৭ ভোটে পুনরায় সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হয়েছেন মো. আইয়ুব আলী। প্রতিদদ্বী ছিলেন মো. নাছিরউদ্দিন চৌধুরী ও শিমুল নজরুল। ১৩১ ভোটে পুনরায় প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন আলমগীর সবুজ। প্রতিদদ্বী ছিলেন মিন্টু চৌধুরী।

কার্যকরী সদস্য পদে ১১৪ ভোটে শহীদ উল আলম, ১১৩ ভোটে ফারুক ইকবাল , ১১০ ভোটে শামসুল হক হায়দরী (এনটিভি), ১০৮ ভোটে মোয়াজ্জেমুল হক নির্বাচিত হয়েছেন। প্রতিদদ্বী ছিলেন স্বপন কুমার মল্লিক, রূপম চক্রবর্তী, মো. আবিদ হোসেন ও কামাল উদ্দিন খোকন।

মুলতবি সভায় বিজিত সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা গঠনমূলক প্রতিক্রিয়া জানান।

প্রতিক্রিয়া ব্যক্ত করে নব নির্বাচিত সভাপতি কলিম সরওয়ার বলেন, সবার সহযোগীতা পেলে প্রেস ক্লাবের অগ্রযাত্রা অনেক দূর এগিয়ে যাবে।

নিজের বিজয় সবার জন্য উৎসর্গ করে নির্বাচিত সাধারন সম্পাদক মহসিন চৌধুরী বলেন, আপনাদের ভালোবাসায় আমি সিক্ত। এ অর্জন আমার একা নয়। যে লক্ষ্য নিয়ে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত সেই সততা ও প্রচেষ্ঠা দিয়ে আমি কাজ করে যাবো।

বিদায়ী সভাপতি আলহাজ্ব আলী আব্বাস বলেন, দীর্ঘদিন প্রেস ক্লাবের সভাপতি ছিলাম। কি দিয়েছি আর কি পেয়েছি তার হিসেব কখনো করিনি। এই নতুন কমিঠিকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, প্রেস ক্লাবের যে কোন কাজে আমি সাড়া দেবো। ক্লাবের উন্নয়নের জন্য যতই টাকা লাগবে আপনারা আমার কাছে আসবেন’ আমি যথাযত ব্যবস্থা করে দেবো এবং ক্লাবের উত্তরোত্তর অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

পাঠকের মতামত