মাহমুদুল হক বাবুল, উখিয়া:
প্রধান মন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে শিক্ষার কোন বিকল্প নেই। তাই শিক্ষাখাতকে শক্তিশালী করে গড়ে তুলতে বছরের শুরুতে ছাত্র-ছাত্রীদের মাঝে তুলে দেওয়া হচ্ছে নতুন বই। একমাত্র শিক্ষাই পারে আলোকিত সমাজ গড়তে। আর আলোকিত মানুষই সমাজ গড়ার কারিগর। সরকার ইতি পূর্বে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক ঘোষণা করেছেন। সেই লক্ষ্যে প্রতিটি শিশু যেন বিদ্যালয়ে আসতে পারে, তারা যেন ঝরে না পড়ে তার অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের বিনামূল্যে পাঠ্যবই প্রদান করেন। বর্তমান আওয়ামীলীগ সরকার বিগত ২/৩ বছর ধরে পহেলা জানুয়ারি এক যোগে সারা দেশে বই উৎসব পালন করেন। প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জন্য ২০১৫ সালে ৩২ কোটি ৬৩ লাখ পাঠ্য বই বিতরণ করার সিদ্ধান্ত নেন। কক্সবাজারের উখিয়ার ৭৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও অন্যান্য এনজিও সংস্থার পরিচালনাধীন ২৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৩২ হাজার শিক্ষার্থীর জন্য ২ লাখ ১০ হাজার বই বিতরণ করেন। গতকাল ১ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উখিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বই উৎসবে সভাপতিত্ব করেন উখিয়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোজাফফর আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাধ্যতামূলক গণ শিক্ষা বাস্তবায়ন ও নিরীক্ষ প্রকল্পের পরিচালক সাইফুল্লাহ মকবুল মোরশেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি এএইচএম মাহফুজুর রহমান, উপজেলা প্রাইমারী ইন্সট্রাক্টর অশোক কুমার আশ্চার্য্য, রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, নূরুল ইসলাম চৌধুরী, মডেল প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ফরিদুল আলম, সাংবাদিক রতন কান্তি দে, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এসএম কামাল উদ্দিন প্রমূখ। এ সময় উখিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে আনন্দের সহিত বাড়িতে ফিরে যান।
প্রকাশিত: ০১/০১/২০১৫ ৬:৩২ অপরাহ্ণ
পাঠকের মতামত