প্রকাশিত: ৩১/১২/২০১৪ ৮:৪৮ অপরাহ্ণ , আপডেট: ৩১/১২/২০১৪ ৯:০০ অপরাহ্ণ
www.csb24.com পক্ষ থেকে ইংরেজী নববর্ষ’২০১৫ এর শুভেচ্ছা

সিএসবি২৪ ডটকম:
২০১৪ সালের শেষ রাত পোহালেই ইংরেজী নববর্ষ ২০১৫। শুভ নববর্ষ উপলক্ষে সবাইকে জানাই কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়া থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল www.csb24.com এর সম্মানিত পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা সহ সকলকে জানাই ইংরেজী নববর্ষের শুভেচ্ছা।

নতুনের পথে দিলাম পারা, আসুন সব পাওয়া না পাওয়াকে পেছনে ফেলে বন্ধু আগাই সামনের পথে। তুমি আমি, যেমন তেমন, এটা ওটা, সত্য মিথ্যা, ভাল-খারাপ সবই আছে জীবন ভরে। তবুও মোরা নতুনের দাঁড় খুলে দেখব জগৎ নয়ন ভরে। ভুল কে আজ দাও ছুটি, বিবাদ কে আজ দাও বিদায়। মনকে আজ সুন্দর কর, শত্রুকে আজ বন্ধু কর। এই সময় এই ক্ষন পাবে তুমি কতক্ষন। এসো তবে হাত মিলাই, মনের সাথে মন, ভালবাসায় ধন্য কর জীবন, তব অন্য ভুবন। শুভ হোক শুভ ॥ তোমার আমার ইংরেজী নববর্ষ’ ২০১৫।

আসতে না আসতেই একটি বছর কীভাবে চলে গেল আমাদের জীবন থেকে। ভাবাই যায় না সেই দিনই তো ২০১৪ সাল আসলো আমাদের জীবনে। ভাবতে অবাক লাগছে এভাবেই আমাদের সকলের জীবন থেকে একটি করে দিন চলে যাচ্ছে অতীত করে। এভাবেই আমাদেরও জীবন একদিন অতিত হয়ে যাবে। প্রতিটি দিন যেন আমাদের সেই বার্তাবহ দিয়ে যাচ্ছে। সকলের জীবনের সময় যেন ঘনিয়ে আসছে দিনদিন। তবুও আমাদের সকলের উচিত নিজ নিজ জায়গা থেকে যেটুকু পারি পরিবার, সমাজ ও মানুষের জন্য মঙ্গলকর কিছু করি।

শুভেচ্ছান্তে
পলাশ বড়ুয়া, সম্পাদক
গফুর মিয়া চৌধুরী, নির্বাহী সম্পাদক
অঞ্জন বড়ুয়া, বার্তা সম্পাদক

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...