প্রকাশিত: ৩১/১২/২০১৪ ৮:০৩ অপরাহ্ণ
২০১৪ : দশ ফ্লপ প্রযুক্তি

1_53227
প্রযুক্তি ডেস্ক:
২০১৪ সালে প্রযুক্তির দুনিয়া বেশ এগিয়ে গেছে। এ বছর আইফোনের নতুন দুটি মডেল যেমন তোলপাড় করেছে, তেমন অন্যান্য জায়ান্টরাও বহু বড় অর্জনের নিশানা রেখেছে। তবে শুধু সফলতাই নয়, বেশ কিছু পণ্য বড় ধরনের ব্যর্থতাও দেখেছে। দেশি-বিদেশি বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত তথ্যাবলী থেকে তালিকা দেওয়া হলো-

এরিও : এর মাধ্যমে ক্রেতারা বিভিন্ন ব্রডকাস্টার থেকে বড় বড় শো দেখতে পারবেন। কিন্তু মাসে দিতে হবে ৮-১২ ডলার করে। দারুণ একটি জিনিস হলেও ব্রডকাস্টারদের অনুষ্ঠান চুরি করা হয় এটি দিয়ে। আদালত পর্যন্ত গড়ায় বিষয়টি এবং পাঁচ মাসের মধ্যে এটি বন্ধ হয়ে যায়।

ব্ল্যাকবেরি পাসপোর্ট : উন্নত স্পেসিফিকেশনসহ মোবাইলটি বাজারে এলেও জনপ্রিয়তা পায়নি। চারকোনা ছোট আকারের ফোনটি বড়গুলোর মাঝে হারিয়ে গেছে।

অ্যান্ড্রয়েড ওয়্যার : স্মার্টওয়াচের জনপ্রিয়তা বাড়ছিল। কিন্তু এর মানে এই নয় যে, জটিল এবং বহু সীমাবদ্ধতার অপারেটিং সিস্টেমের গুগল এই পণ্যটি কিনতে হবে। আসুস, সনি, এলজি, স্যামসাংয়ের বহু ভালো ভালো স্মার্টওয়াচ রয়েছে।

ট্যাবলেট ক্রাশ : যে বাজার ২০১৪ সালে ৭.২ শতাংশ দখল করে, তা কিভাবে ব্যর্থ হয়? ২০১২-২০১৩ সময়ের মধ্যে ট্যাবের বাজার ৫২.৫ শতাংশ দখল করেছিল। কিন্তু ফ্যাবলেট এসে বাজার দখল দেয়। অ্যাপলের আইপ্যাড এ বছর ১৩ শতাংশ কম ট্যাব শিপমেন্ট করেছে।

সনি প্লেস্টেশন টিভি : প্লেস্টেশনের নামে টেলিভিশন বানিয়ে ধরা খেয়েছে সনি। এই টিভিতে বিনোদন অপেক্ষা গেমসের বিষয়টিই বেশি কাজ করে বলে মনে হয়। তা ছাড়া এই টিভিতে গেমসের গুণগত মানও ভালো নয়। এ ছাড়া এই টিভিতে ১০৮০পি রেজ্যুলেশনও কাজ করে না। তাই ব্যর্থতার চেহারা দেখতে হয়েছে।

অ্যাপলের আইক্লাউড : সেলিব্রিটিদের নগ্ন ছবি হ্যাক হওয়ার কারণে আইক্লাউডের নিরাপত্তাব্যবস্থা দুর্বল বলে প্রতীয়মান হয়। তাই এ থেকে মুখ ফিরিয়ে নেন অনেকে।

মাইক্রোসফট কাইনেক্ট ২.০ : এ যন্ত্রটি গ্রহণ করেননি গেমাররা। এর কনসোলটি পছন্দ হয়নি গেমারদের। তারা কনসোলের নানা সমস্যা মোকাবিলার চেয়ে অনায়াসে গেম খেলতেই বেশি পছন্দ করেন।

গুগল গ্লাস : এ বছরই গুগল গ্লাস বিশ্ববাজারে ছড়িয়ে যায়। কিন্তু গুগলের পরিকল্পনা ছিল একে কর্মক্ষেত্রে ছড়িয়ে দেওয়া। কিন্তু কেউ গ্রহণ করেননি এটি।

সফট কার্ড : জঙ্গিগোষ্ঠীর নামের সঙ্গে মিলে গেছে প্রতিষ্ঠানটির নাম। তাই বোধহয় কপাল খারাপ তাদের। আইএসআইএস তাই গত সেপ্টেম্বরে তাদের প্রতিষ্ঠানের নাম পরিবর্তনে বাধ্য হয়। তাদের মোবাইল পেমেন্ট সার্ভিস সফট কার্ড ধরা খেয়ে যায় বাজারে। এটি আইফোন বা অ্যাপল পে এর মতো নয়। ক্যারিয়ারের কাছ থেকে বিশেষ সিম নিয়ে প্রায় ২ লাখ স্থানে এর মাধ্যমে যেকোনো পেমেন্ট দেওয়া যেত।

আমাজন ফায়ার ফোন : সময়ের সঙ্গে প্রযুক্তিতে বেশ কিছু ভেলকি দেখিয়েছে আমাজন। কিন্তু আমাজনের ফায়ার ফোনটি বাজারে মোটেও হিট করতে পারেনি। ব্যর্থতা দেখেছে এর বাজার।

পাঠকের মতামত

কপিরাইট অফিসের দুর্নীতির বরপুত্র আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক বহাল তবিয়তে

কপিরাইট অফিসের দুর্নীতির বরপুত্র আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক বহাল তবিয়তে

নিজস্ব প্রতিবেদক:: কপিরাইট অফিসের বেশির ভাগ কর্মকতারা দূর্নীতি অনিয়মের সাথে জড়িত। এমন কিছু দূর্নীতিগ্রস্হ কর্মকর্তার ...
কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েসনের নতুন কমিটি

কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েসনের নতুন কমিটি

বার্তা পরিবেশক: কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন – এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ...
আসছে ফেসবুক টিকটকের আদলে

আসছে ফেসবুক টিকটকের আদলে

প্রযুক্তি ডেস্কঃ এবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বের বড়োসড় পরিবর্তন আনছে মেটা। নতুন ভিডিও বিভাগ ...
কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের উখিয়া অনলাইন প্রেসক্লাব পরিদর্শন

কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের উখিয়া অনলাইন প্রেসক্লাব পরিদর্শন

  প্রেস বিজ্ঞপ্তি : উখিয়া অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠালগ্ন থেকে পাশে থাকে কোস্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ...
ফ্লাইওভারের নীচে তরুণীকে ধর্ষণ, পুলিশকে জানানো রিকশাচালক পেলেন পুরস্কার

ফ্লাইওভারের নীচে তরুণীকে ধর্ষণ, পুলিশকে জানানো রিকশাচালক পেলেন পুরস্কার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ চট্টগ্রামে তরুণীকে (২৬) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে ...