প্রকাশিত: ৩১/১২/২০১৪ ৭:৫৮ অপরাহ্ণ

khaleda-new-sm20131120031033_53449
অনলাইন ডেস্ক:
চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে জাতির সামনে ৭টি প্রস্তাব তুলে ধরে তা মেনে নিয়ে সরকারকে জাতীয় সংসদ নির্বাচনের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

আজ বুধবার সন্ধ্যায় গুশলানে নিজের কার্যালয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রস্তাব তুলে ধরেন।

খালেদা জিয়ার প্রস্তাবগুলো হলো-

১. নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণের ভিত্তিতে নির্বাচন হতে হবে। যেখানে সব দল সমান সুযোগ-সুবিধা পাবে।

২. নির্বাচরেন তারিখ ঘোষণার আগে সকল পক্ষের মতৈক্যের ভিত্তিতে নিরপেক্ষ ও সৎ ব্যক্তিদের নিয়ে নির্বচন কমিশন গঠন করতে হবে। যাতে আরপিও সংশোধন এবং নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায় থেকে দলীয় লোকজনকে সরিয়ে দিতে হবে। ভোটার তালিকার ত্রুটি বিচ্যুতি দূর করতে হবে।

৩. নির্বাচনের তারিখ ঘোষণার সাথে সাথে সংসদ ভেঙে দিয়ে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

৪. নির্বাচনের অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে নামাতে হবে।

৫. নির্বাচন শুরুর আগে চিহ্নিত সন্ত্রীদের গ্রেফতার করতে হবে।

৬. সকল রাজবন্দির মুক্তি দিতে হবে। রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে।

৭. বন্ধ সকল সংবাদপত্র ও স্যাটেলাইট টিভি চ্যানেল খুলে দিতে হবে। মাহমুদুর রহমানসহ সব সাংবাতিদককে মুক্তি দিতে হবে।

এর আগে, সরকারের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, বর্তমান সরকার আমাদের রাজনীতি থেকে ‘মাইনাস’ করতে চায়। চূড়ান্ত বিচারে মাইনাস করার ক্ষমতা আল্লাহর। অতীতে যারা মাইনাস করতে চেয়েছেন তারা নিজেরাই মাইনাস হয়েছেন। রাজনীতি থেকে মাইনাস করার ক্ষমতা আছে দেশবাসীর। দেশবাসী যথাসময়ে বর্তমান সরকারের অগণতান্ত্রিক আচরণের উপযুক্ত জবাব দেবে।

তিনি বলেন, ছাত্রলীগের অস্ত্রধারী ক্যাডারদের কারণে শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে। আইন শৃঙ্খলার এতটা অবনতি আর কখনও হয়নি। গুম, খুন, টেন্ডার, ডাকাতি অবাধে চলছে। সংবাদ মাধ্যমে শুধু হত্যা আর লাশের ছবি। বর্তমানে এক আতঙ্কের জনপদের নাম বাংলাদেশ। বিভিন্ন বাহিনী নগ্ন দলীয়করণের শিকার হয়েছে। আওয়ামী লীগ জবাবদিহিতায় বিশ্বাস করে না। তাদের দেশ চালানোর অধিকার নেই।

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের কথা উল্লেখ করে বিএনপি চেয়ারপার্সন এসময় র‌্যাব বিলুপ্তির দাবি জানান।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নিয়ে তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধিতে জনগণের নাভিঃশ্বাস উঠেছে। এর পরও যদি সরকার তেল গ্যাস বিদ্যুতের দাম বাড়ায় তাহলে জনগণকে সাথে নিয়ে লাগাতর আন্দোলনের হুমকি দেন বেগম জিয়া।

সরকারের কার্যকলাপের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। আগামী দিনে নতুন সরকার আসবে। আপনারা (সরকার) যে সব অপকর্ম করছেন তার ফল ভবিষ্যতে ভয়াবহ হবে বলেও হুুশিয়ারি উচ্চারণ করেন বিএনপি চেয়ারপার্সন।

গাজীপুরের সমাবেশ নিয়ে খালেদা জিয়া বলেন, গাজীপুরে আমাদের সমাবেশ স্থলে প্রশাসন বেআইনভাবে ১৪৪ ধারা জারি করে আমাদের সমাবেশ করতে দিল না। এর আমাদের ছেলেরা (২০ দল) মিছিল করতে চাইলে সেখানে বাধা দিল পুলিশ। অথচ পুলিশের ছত্র ছায়ায় থেকে সরকার দলীয় লোকজন রাস্তায় মহড়া দিয়েছে।

সবশেষে খালেদা জিয়া ৫ জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়ে এ দিন সভা সমাবেশ ও কালো পতাকা উত্তোলনের জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

পাঠকের মতামত

নড়িয়ার নওপাড়া ইউপি চেয়ারম্যান জাকির মুন্সীর সুনাম নষ্টের চেষ্টার পায়তারা!

নড়িয়ার নওপাড়া ইউপি চেয়ারম্যান জাকির মুন্সীর সুনাম নষ্টের চেষ্টার পায়তারা!

  শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ...
চকরিয়ায় “ডেভিল হান্টে” কাউন্সিলরসহ ৮ আওয়ামীলীগ নেতা-কর্মী গ্রেপ্তার

চকরিয়ায় “ডেভিল হান্টে” কাউন্সিলরসহ ৮ আওয়ামীলীগ নেতা-কর্মী গ্রেপ্তার

মুকুল কান্তি দাশ, চকরিয়া: অপারেশন “ডেভিল হান্টে” সাবেক কাউন্সিলরসহ আটজন আওয়ামীলীগ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে কক্সবাজারের ...
বদি উখিয়া-টেকনাফে উন্নয়ন করেনি, মাদকের চাষ করেছে : শাহজাহান চৌধুরী

বদি উখিয়া-টেকনাফে উন্নয়ন করেনি, মাদকের চাষ করেছে : শাহজাহান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়ায় নিত্যপণ্য, জ্বালানি তেল ,পরিবহন ভাড়া বৃদ্ধি, নেতাকর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ...