প্রকাশিত: ৩১/১২/২০১৪ ৭:১৪ অপরাহ্ণ

হরতাল ও বৃষ্টি উপেক্ষা করে
COXSBAZAR NEWS PIC 31-12-2014_New1
বলরাম দাশ অনুপম, কক্সবাজার থেকে ॥ :
একদিকে জামায়াতের ডাকা টানা হরতাল অন্যদিকে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। হরতাল আর বৃষ্টিকে উপেক্ষা করে ২০১৪ সালের শেষ সূর্যাস্ত দেখতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের বালিয়াড়িতে বসেছিল হাজার হাজার মানুষের মিলন মেলা। ৩১ ডিসেম্বর বিকেল ৫ টা ১৫ মিনিটে বছরের শেষ সূর্যটি যখন পশ্চিমাকাশে ঢলে পড়লো তখনও মানুষের ঢল আসতে থাকে সৈকতে। হাজার হাজার পর্যটকের পাশাপাশি স্থানীয়রাও বিশাল সমুদ্রের তীড়ে দাঁড়িয়ে নতুন বছরের শান্তির প্রত্যাশায় বিদায় জানাল ২০১৪ সালকে। কুয়াশায় ঢাকা আকাশে সমুদ্রে বিলীন হওয়ার পূর্বে সেই সূর্যটি জানান দিয়ে গেলো আগামী বছর আরো কল্যাণ ও সমৃদ্ধি নিয়ে নবরূপে ফিরে আসার। ২০১৪ সালের শেষ সূর্যটি যখন পশ্চিমাকাশে ঢলে পড়ছে মানুষের চোখ তখন রক্তাক্ত লালের মতো গোলাকার সূর্যের রশ্মির দিকে। সূর্যাস্তের পর সৈকতের লাবণী পয়েন্টে শুরু হয় থার্টি ফার্স্ট নাইটের লাইভ কনসার্ট। এতে হাজার হাজার দর্শক মাতান নগর বাউল জেসম, জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলাসহ বাংলাদেশী আইডলের অর্ধ ডজন শিল্পী। এতে প্রিন্ট মিডিয়া পার্টনার ছিল দৈনিক যুগান্তর। ক্লিয়ার নিবেদিত কাউন্টডাউন টু নাইট শিরোনামের লাইভ কনসার্টটির স্পন্সর করে ম্যাক্সিমাস মোবাইল। আর এতে করে পুরনো বছরকে বিদায় ও নববর্ষকে স্বাগত জানাতে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস ছিল সমুদ্র সৈকতের বালিয়াড়িতে। এদিকে থাটি ফাষ্ট নাইট ও ইংরেজী নববর্ষ উদ্যাপনে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছিল ৪ স্থরের নিরাপত্তা ব্যবস্থা। ৮০২ জন পুলিশের সমন্বয়ে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছিল পর্যটন নগরীকে। পুলিশের পাশাপাশি র‌্যাবের টহল ছিল চোখে পড়ার মত।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...