প্রকাশিত: ৩১/১২/২০১৪ ১১:১০ পূর্বাহ্ণ
রাঙামাটি সফরে সিইসি : পৃথক ভোটার তালিকা প্রণয়নের কোনো সুযোগ নেই

Cec Pic- 2
রাঙামাটি::রাঙ্গামাটিতে নবনির্মিত জেলা নির্বাচন অফিস ও সার্ভার স্টেশন ভবন পরিদর্শন করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচার বিচারপতি (অব.) রকিব উদ্দিন। মঙ্গলবার বিকালে এক সরকারি সফরে এসে শহরের সদর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ২ কোটি টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ কর্তৃক নির্মিত ওই ভবনটি পরিদর্শন করেন তিনি।
ওই সময় জেলা প্রশাসক মো. শামসুল আরেফীন, সদর উপজেলা চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা রহমান শম্পা, জেলা নির্বাচন কর্মকর্তা মুহম্মদ নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সাংবাদিকদের তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠানে পৃথক ভোটার তালিকা প্রণয়ন প্রশ্নে সিইসি রকিব উদ্দিন বলেন, কমিশনের বিদ্যমান আইনে দ্বৈত ভোটার তালিকা প্রণয়নের কোনো সুযোগ নেই। এ ব্যাপারে সরকারেরও কোনো নির্দেশনা নেই। সরকার যদি বিষয়টির ব্যাপারে কোনো নির্দেশনা দেয় তখন কমিশন সেভাবে কাজ করবে।
অপর এক প্রশ্নে সিইসি বলেন, রাঙামাটিতে স্থাপিত সার্ভার স্টেশনটি চালুর জন্য যত তাড়াতাড়ি সম্ভব প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহের ব্যবস্থা নেয়া হবে। এটি চালু হলে এখানকার মানুষ স্থানীয়ভাবে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি, যে কোনো ভুল সংশোধন ও স্থান্তান্তরের ক্ষেত্রে সুবিধা ভোগ করবেন। কেননা এলাকার স্থানীয় ভোটারদের জাতীয় পরিচয়পত্র এ সার্ভার স্টেশনেই তৈরি করা হবে।
সিইসি রকিব উদ্দিন বুধবার সকালে কাপ্তাইয়ে স্থাপিত জেলার অপর সার্ভার স্টেশন ভবনটি পরিদর্শন করে বিকালে বান্দরবান চলে যাবেন বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...