রাঙামাটি প্রতিবেদক::রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলায় স্থানীয় বাঙালিদের ডাকে ৭২ ঘন্টার হরতাল পালিত হচ্ছে। হরতাল শুরু হয় মঙ্গলবার ভোর ছয়টায়। শেষে হবে আগামীকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায়। প্রথম দিন শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উপজেলার বগাছড়িতে বাঙালিদের আনারস ও সেগুন বাগান ধ্বংসকারী উপজাতীয় সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তিসহ ক্ষতিগ্রস্ত বাঙালি কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে নানিয়ারচর বাঙালি ভূমি উদ্ধার আন্দোলন পরিষদ এ হরতাল আহবান করে।
সংগঠনের আহবায়ক মিজানুর রহমান মিজান জানান, হরতালের আওতাধীন এলাকা হচ্ছে রাঙামাটি-খাগড়াছড়ি ও মানিকছড়ি-নানিয়ারচর সড়ক এবং রাঙামাটি-বুড়িঘাট-নানিয়ারচর নৌপথ। তবে ওইসব রুটে সরকারি, রোগীবাহী অ্যাম্বুলেন্স, সাংবাদিক ও মিডিয়া কর্মীদের যানবাহন হরতালের আওতামুক্ত রাখা হয়েছে।
তিনি জানান, হরতাল শান্তিপূর্ণ, সর্বাত্মক ও সফলভাবে পালিত হচ্ছে। হরতালের আওতাধীন এলাকায় সড়ক ও নৌপথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোও বন্ধ রাখতে বলা হয়েছে। নানিয়ারচর বাঙালি ভূমি উদ্ধার আন্দোলন পরিষদ আহবান করলেও এ হরতাল কর্মসূচিতে সংহতি প্রকাশ করে পার্বত্য বাঙালি গণপরিষদ, পার্বত্য বাঙালি নাগরিক পরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র আন্দোলন।
হরতালের সমর্থনে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের নানিয়ারচরের বগাছড়ি থ্রিপয়েন্ট, উপজেলা ডাক বাংলো ও নানিয়ারচর লঞ্চঘাটে ব্যারিকেড দিয়ে পিকেটিংয়ে অবস্থান নিচ্ছেন হরতালকারীরা। এছাড়া জেলা সদর থেকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের প্রবেশমুখ মানিকছড়িতে ব্যারিকেড সৃষ্টি করে পিকেটিং চলছে।
এদিকে হরতালে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পর্শকাতর জায়গাগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃংখালা বাহিনী।
রাঙামাটির ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, নানিয়ারচর উপজেলায় হরতার চলাকালে যে কোনো ধরনের অনাকাংখিত পরিস্থিতি এড়াতে বিভিন্ন পয়েন্টে কড়া নিরাপত্তায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
প্রকাশিত: ৩১/১২/২০১৪ ১১:০৭ পূর্বাহ্ণ
পাঠকের মতামত