প্রকাশিত: ৩০/১২/২০১৪ ৯:৩৩ অপরাহ্ণ
উখিয়ায় সন্তানের জননীর পলায়ন

pic- 30.12.2014
এম বশর চৌধুরী উখিয়া, কক্সবাজার:
উখিয়ার রতœা পালং গ্রামে পরকিয়া প্রেমের টানে অবুঝ ৩ সন্তান ঘরে রেখে ৬ সন্তানের জনকের হাত ধরে পালিয়েছে জায়নুফা আক্তার (৩৫) নামে এক গৃহবধু। সে ওই গ্রামের সাহাব উদ্দিনের স্ত্রী। গত ২৯ ডিসেম্বর রাতে এই ঘটনা ঘটেছে।
অভিযোগে প্রকাশ, রতœাপালং তেলী পাড়া গ্রামের নুর আহম্মদের ছেলে সাহাব উদ্দিন পার্শ্ববর্তী রুহুল্লার ডেবা গ্রামের কামাল মিস্ত্রির মেয়ে জায়নুফা আক্তার (৩৫) কে ১৬ বছর আগে বিয়ে করেন। তাদের সংসারে হুমায়ুন কবির (১০), নুরুল কবির (১৪) সুমাইয়া আক্তার (৭) নামের সন্তান আছে। গত ১বছর পূর্ব থেকে জায়নুফা আক্তার (৩৫) তার দূরসম্পর্কের তালত ভাই ৬ সন্তানের জনক জালিয়া পালং সমিতি ঘোনা গ্রামের মৃত আবুল শমার ছেলে ছৈয়দ নুর (৪৫) এর সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে। স্বামী ঘরে না থাকার সুযোগে গত ২৯ ডিসেম্বর রাত ৮টার দিকে সুচতুর জায়নুফা আক্তার ঘরে থাকা শিশু সন্তানদের পালং আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে চলমান বিজয় মেলা দেখানোর জন্য পাঠাইয়া দিয়া পরকিয়া প্রেমিক ছৈয়দ নুর (৪৫) এর হাত ধরে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে জায়নুফার অসহায় স্বামী সাহাব উদ্দিন এই ঘটনায় গতকাল ৩০ ডিসেম্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করে জানান, তার স্ত্রী পালিয়ে যাওয়ার সময় তার ঘরে থাকা ব্যবসার নগদ টাকা, স্বর্ণের অলংকার ও কাপড় চোপড় নিয়ে যায়।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...