প্রকাশিত: ৩০/১২/২০১৪ ৮:২৮ অপরাহ্ণ
ফের 'দুর্ঘটনায়' এয়ার এশিয়ার বিমান

air asia new_53215
অনলাইন ডেস্ক:
এয়ার এশিয়ার ফ্লাইট কিউজেট ৮৫০১ বিমান দুর্ঘটনার অনুসন্ধান ও উদ্ধার অভিযানের মধ্যেই কোম্পানিটির আরেকটি বিমান দুর্ঘটনায় পড়লো। এ ৩২০-২০০ জেস্ট ওই বিমানটিতে ১৫৯ জন যাত্রী ও ক্রু ছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রানওয়েতে অবতরণ করতে গিয়ে নির্দিষ্ট মার্কের বেশি দূরত্ব অতিক্রম করে ফেলায় আজ এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কোম্পানিটির একজন কর্মকর্তা একথা নিশ্চিত করেছেন। খবর দ্য হিন্দুর

ঘটনাটি ঘটে ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় একটি প্রদেশে। দেশটির রাজধানী ম্যানিলা থেকে ১৫৯ জন যাত্রী নিয়ে প্রদেশটির একটি বিমানবন্দরে অবতরণ করছিল বিমানটি।

রানওয়ে অতিক্রম করে গিয়ে বিমানটি কাছাকাছি একটি ঘাসেভরা এলাকায় লেগে যায়। এ ঘটনার পর বিমানটির ক্রুরা একটি জরুরি স্লাইডের মাধ্যমে যাত্রীদেরকে নিরাপদে বের করে নিয়ে আসেন। এয়ার এশিয়ার জেস্ট অপারেশনের ইনচার্জ জভান্নি হনতোমিন এ কথা জানিয়েছেন।

পাঠকের মতামত

আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...
বাড়লো স্বর্ণের দাম

বাড়লো স্বর্ণের দাম

বার্তা পরিবেশকঃ বাংলাদেশে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার কারণে এই ...