সংবাদ বিজ্ঞপ্তি ॥
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উখিয়া উপজেলা শাখার উদ্যোগে জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-০৫ প্রাপ্তদের তাৎক্ষণিক সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা সভাপতি মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তারা বলেন, মেধাবীরাই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। মেধাবী ছাত্রছাত্রীরা সঠিক ভাবে পরিচর্যা পেলে সঠিক পথ দিয়ে চলবে তারা। মেধা ও নৈতিকার সমন্বয়ে গড়ে ওঠে দেশকে একটি সমৃদ্ধশালী আদর্শ রাষ্ট্রে পরিণত করতে পারবে। একজন জ্ঞানহীন মানুষকে যদি একটি আলোর মশাল দেওয়া হয় পথ দেখানোর জন্য, তাহলে সে যতটুকু মানুষকে পথ দেখাবে তার পরিবর্তে সে জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দিবে। যদি একজন জ্ঞানী ও মেধাবী নৈতিকতা সম্পন্ন ব্যক্তিকে যদি একটি আলোর মশাল দেওয়া হয় তাহলে সে জাতিকে উন্নতি ও সঠিক পথের দিশারী হিসেবে গড়ে তুলতে পারবে। তাই ছাত্র সমাজের প্রতি আহ্বান করছি মেধাকে কাজে লাগিয়ে নৈতিকতার সমন্বয়ে একজন আদর্শ ছাত্র হয়ে দেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে উপহার দিতে হবে। উক্ত সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন, অর্থ সম্পাদক মুহাম্মদ ইয়াকুব, অফিস সম্পাদক মুহাম্মদ আমান উল্লাহ, প্রচার সম্পাদক সাইদুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ রিদুয়ান, রুমখাঁ মাদ্রাসা সভাপতি হাফেজ মুহাম্মদ বেলাল, চৌধুরী পাড়া শাখার সভাপতি মুহাম্মদ বোরহান উদ্দিন, রতœাপালং ইউনিয়ন সেক্রেটারী মুহাম্মদ আব্দুর রশিদ সওকি। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারী মুহাম্মদ জুবায়ের।
প্রকাশিত: ৩০/১২/২০১৪ ৮:১৩ অপরাহ্ণ
পাঠকের মতামত