প্রকাশিত: ৩০/১২/২০১৪ ৮:০৫ অপরাহ্ণ
হ্নীলায় ডিবি পরিচয়ে শিক্ষকের কাছে চাঁদা দাবী : জনতার হাতে প্রতারক আটক !

Teknaf Pic-(A)-30-12-14
সাদ্দাম হোসাইন, হ্নীলা ॥
টেকনাফের হ্নীলায় এক শিক্ষকের নিকট ডিবি পরিচয়ে চাঁদা দাবীকালে জনতার হাতে এক যুবক আটক হয়েছে। পরে মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায়,৩০ডিসেম্বর দুপুর ১২টারদিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের হোয়াব্রাংয়ের আব্দুর রহমান ওরফে লম্বা মাথার পুত্র মোঃ হাসান আগের রাত সোয়া ৯টায় হ্নীলা নাটমারা পাড়ার মৃত হাজী আবুল হোছনের পুত্র ও শাহ মজিদিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক কামাল উদ্দিনকে ফোন করে বলে আমি ডিবি অফিস থেকে বলছি। তোমার বিরুদ্ধে অভিযোগ আছে। ২ লাখ টাকা নিয়ে কাল কক্সবাজার ডিবি অফিসের সামনে দেখা কর। না হলে খবর আছে। ঐ শিক্ষক সম্মানের ভয়ে সকালে ষ্টেশনে এসে মোবাইল নাম্বারটি বিভিন্ন জনকে দেখায় এবং কথা বলে। সন্দেহ হওয়ায় মাষ্টার কামালের ভাইরা ও ইজিলোড ব্যবসায়ী হানিফকে দিয়ে কথা বলায়। তখন কথা বলার সময় সনাক্ত হওয়ায় কৌশলে ষ্টেশনে এনে জনতার সহায়তায় আটক করে। পরে যাবতীয় ঝামেলা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাজার কমিটির সহায়তায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। সে উপজেলার বিভিন্ন স্থানে নানা ধরনের প্রতারণা করে আসছিল বলে লোকজন জানায়।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...