প্রকাশিত: ৩০/১২/২০১৪ ৪:৪৯ অপরাহ্ণ
উখিয়ার পাগলিরবিল রাবারড্যাম সংস্কারে কৃষকের স্বস্তি : ২ হাজার একর জমিতে চাষাবাদ

0128 copy
গফুর মিয়া চৌধুরী, সিএসবি২৪:
কক্সবাজারের উখিয়ার পাগলিরবিল সিকদারপাড়া রাবারড্যামটি সংস্কার হওয়ায় চলতি শুষ্ক মৌসুমে চাষাবাদের সুযোগ পাচ্ছেন এলাকার শত শত কৃষক। পাগলিরবিল রাবারড্যামটি কিছুদিন পূর্বে সংস্কারের কাজ শেষ করেছেন উখিয়া উপজেলা প্রকৌশল অধিদপ্তর। রাবারড্যামটি চালু হওয়ায় স্থানীয় কৃষকেরা তাদের জমিতে চাষাবাদ করার সুযোগ পাওয়ায় আশান্বিত। এই রাবাড্যামের মাধ্যমের চলতি মৌসুমে প্রায় ২ হাজার একর জমিতে চাষাবাদ হবে বলে জানিয়েছেন উখিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

প্রাপ্ত তথ্যে জানা যায়, উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রেজুরখাল ও পাগলিরছড়া খালের উপর রাবারড্যামটি নির্মাণ করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ২০০৭-২০০৮অর্থ সালে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে এ রাবারড্যাম প্রকল্পটি বাস্তবায়ন করেন। এ প্রকল্পটি শেষ হওয়ার কয়েক বছর পরই একটি বাউন্ডারী সাইডে ফাটল ধরে পানি প্রবাহিত হয়ে নষ্ট হয়ে যায় বলে জানা গেছে। ফলে রাবারড্যামের আওতায় সুবিধাভোগী এলাকার শত শত কৃষকেরা হতাশ হয়ে চাষাবাদের ব্যাঘাত ঘটে। জানা যায়, এ বিষয়টি উখিয়া উপজেলা প্রকৌশল অধিদপ্তর নজরে আসলে সংস্কারের প্রস্তাব পাঠান সংশ্লিষ্ট দপ্তরে। রাবারড্যামটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেন কক্সবাজার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল আলম ছিদ্দিকী।

এ প্রসঙ্গে উখিয়া উপজেলা প্রকৌশল অধিদপ্তরের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী মো: আশরাফ আলী জানান, কক্সবাজারের নির্বাহী প্রকৌশলীর প্রচেষ্টায় পাগলিরবিল সিকদারপাড়া রেজুখালের উপর নির্মিত ফেটে নষ্ট হয়ে যাওয়া রাবারড্যামটি দ্রুত সংস্কার করা হয়। এলজিইডির ইলেকট্রিনশিয়ান নুর মোহাম্মদ এই রাবারড্যামটি ১০দিনের মধ্যে সংস্কার কাজ শেষ করে। এতে প্রায় ১ লক্ষ টাকা ব্যয় হয় বলে জানান প্রকৌলশী আশরাফ। বর্তমানে হলদিয়াপালং ইউনিয়নের কয়েকটি গ্রামের কৃষকেরা রাবারড্যামের মাধ্যমে চাষাবাদের সুযোগ পাওয়ায় উচ্ছাসিত এবং কৃষকের মুখে হাসি ফুটেছে।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...