প্রকাশিত: ২৯/১২/২০১৪ ৮:৪৭ অপরাহ্ণ
টেকনাফে ২০ দলের কোন নেতাকর্মী কী নেই !

SAMSUNG CAMERA PICTURES
সাদ্দাম হোসাইন, হ্নীলা ॥
গাজীপুরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সমাবেশ করতে না দেওয়া, বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত ২৯ ডিসেম্বরের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের কোন প্রভাব পড়েনি। টেকনাফের পুরো উপজেলায় প্রতিদিনের মত যানবাহন চলাচল স্বভাবিক ছিল। কোথায় ও কোন ২০দলের নেতাকর্মীকে দেখা যায়নি। তা হলে কী টেকনাফে ২০ দলের কোন নেতাকর্মী নেই এমন প্রশ্ন দেখা দিয়েছে পুরো উপজেলার রাজনৈতিক মহলের মুখে মুখে। হরতালের আগের দিন কয়েকজন ছাত্রদলের নেতাকর্মীরা হ্নীলা বাসস্টশনে হরতালের পক্ষে একটি মিছিল বের করে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়ে চলে যায়। কিন্তু হরতালের দিন ২০ দলের কোন নেতাকর্মীরা বাড়ি থেকে বের হয়নি। প্রতিদিনের মত সব যানবাহন চলাচল করলেও স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা হরতাল বিরোধী মিছিল মিটিং করতে দেখা যায়। এদিকে কেন্দ্র ঘোষিত বিএনপি সকাল-সন্ধ্যা হরতালের সুযোগে যানবাহনের ড্রাইভারগণ দ্বিগুণ ভাড়া আদায় করে নিচ্ছে বলে অভিযোগ করেন বেশ ক’জন যাত্রীরা।
২০১৪ সালের ৫জানুয়ারি আওয়ামীলীগ সরকার গঠন করার পর থেকে টেকনাফের ২০ দলের কোন নেতাকর্মীকে সারকার বিরোধী আন্দোলনে রাস্তায় দেখা যায়নি। সারকার বিরোধী আন্দোলনে দেখা না গেলে ও ঠিক বিএনপির বিরোদ্ধে বিএনপির আন্দোলন করতে টেকনাফের রাস্তায় দেখা গেছে। এই আন্দোলনে তাদের জেলা সভাপতি থেকে শুরু করে বিএনপির প্রতিষ্টাতা জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক জিয়ার ছবি পুড়িয়ে আন্দোলন করে ছিল টেকনাফ উপজেলা সরকার বিরোধী দলের নেতাকর্মীরা।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...