আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার
স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...
বিনোদন ডেস্ক:
গোপনে বিয়ে করলেন মডেল-অভিনেতা নিরব। হঠাৎ করেই মিডিয়ার কাউকে না জানিয়ে বিয়ের কাজটি সারলেন তিনি। ২৬শে ডিসেম্বর রাতে পারিবারিক আয়োজনে বিয়ে করেন নিরব। কনে তাশফিয়া তাহের চৌধুরী ঋদ্ধি। ঋদ্ধির সঙ্গে নিরবের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলে আসছিল বলে নীরব জানান। অবশেষে ঘরোয়া আয়োজনের মধ্যে দিয়ে বিয়ে সম্পন্ন হয় নিরব-ঋদ্ধির। বিয়েতে নিরবের পরিবারের সদস্যদের পাশাপাশি তার ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। তবে মিডিয়ার তেমন কেউ উপস্থিত ছিলেন না। এ বিষয়ে নিরব বলেন, নিজের পছন্দে এবং পারিবারিক আয়োজনে বিয়ে করেছি। তাই বেশ ভাল লাগছে। অন্যরকম অনুভূতি কাজ করছে। নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাইছি। নিরবের স্ত্রী ঋদ্ধি নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রী। এম এ তাহের চৌধুরী এবং মা মুর্শিদা আকতারের একমাত্র মেয়ে তিনি।
পাঠকের মতামত