প্রকাশিত: ২৯/১২/২০১৪ ৮:১৬ অপরাহ্ণ
চট্টগ্রামে নিরুত্তাপ হরতাল : আটক- ৫

Arrest..
নিজস্ব প্রতিবেদক:
দুই একটি মিছিল ছাড়া বিএনপির অধিকাংশ নেতা-কর্মীদের দলীয় কার্যালয় নসিমন ভবনেই দেখা মেলে। তবে হরতাল পালিত হয়েছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা। অন্যদিকে হরতাল সমর্থিত মিছিল থেকে ৫ জনকে আটক করেছে পুলিশ। তবে বিএনপি দাবি করেছে তাদের ২০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। সূত্র মতে, সোমবার ভোর থেকে শুরু হওয়া বিএনপির দেশ ব্যাপী ২৪ ঘণ্টা হরতালে দুই একটি মিছিল ছাড়া চট্টগ্রাম বিএনপির অধিকাংশ নেতা কর্মীদের দেখা গেছে শুধুমাত্র নগর কার্যালয় নসিমন ভবনে। ভোর থেকেই নগরীতে প্রায় যান চলাচল স্বভাবিক ছিল। ট্রেন ও বিমান চলাচল ছিলো স্বাভাবিক। অন্যান্য হরতালে আন্তঃজেলা পরিবহন বন্ধ থাকলেও এবারের হরতালে আন্তঃজেলা রুটগুলোতে সীমিত সংখ্যক বাস, ট্রাক, লরি, পিকআপভ্যান এমনকি ব্যক্তিগত পরিবহন চলতে দেখা গেছে। প্রায় সব বেসরকারি ও সরকারি অফিস ছিলো খোলা। ব্যাংকিং কার্যক্রম ছিলো স্বাভাবিক। হরতাল শুরুতে বিএনপি’র নেতা কর্মীরা মেহিদীবাগ এলাকা থেকে একটি মিছিল বের করলে সেখানে ধাওয়া দিয়ে ৫ জনকে আটক করে সিএমপি’র চকবাজার থানা পুলিশ। নগর ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহ বলেন, এবারের হরতালে আমাদের নেতা-কর্মীরা শতভাগ সক্রিয় হতে না পারলেও আগামি হরতালে তারা আরও বেশি সক্রিয় হবে। পুলিশ দলের ২০ কর্মীকে আটক করেছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...