গফুর মিয়া চৌধুরী, বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় বিএনপি তথা ২০ দলীয় জোট সকাল-সন্ধ্যা হরতালে রাজপথে টিকে থাকতে পারেনি জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ২৯ ডিসেম্বর সোমবার সকাল ৮টায় উখিয়া স্টেশনের উত্তরে বটতলী নামক স্থানে বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে পিকেটিং করতে চাইলে উখিয়া থানা পুলিশ এসে তাদের ধাওয়া করে তাড়িয়ে দেয়। এ সময় সড়কে হরতাল পালনকারী পিকেটার উখিয়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল মালেক মানিককে গ্রেপ্তার করে। এছাড়াও উখিয়া সদরে বিএনপি ও অঙ্গ সংগঠনের কোন নেতাকর্মীকে হরতাল পালন করতে রাস্তায় দেখা যায়নি। সরকার দলের নেতাকর্মীরা হরতালের বিরুদ্ধে কোন অবস্থান না নিলেও পুলিশ বিএনপিকে শুরুতে ধাওয়া করে উখিয়াকে অপ্রীতিকর ঘটনামুক্ত রাখে। সড়কে দুরপাল্লার কোন যান চলাচল না করলেও স্থানীয় ভাবে সিএনজি, মাইক্রো, জীপ, অটোরিক্সা, টমটম চলাচল স্বাভাবিক ছিল। সর্বশেষ হরতালে কোন ধরণের ঘটনার খবর পাওয়া যায়নি।
উখিয়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম খাঁন বলেন, ভোর থেকে পুলিশ জনগনের জানমালের নিরাপত্তা ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখার স্বার্থে উখিয়ার গুরুত্বপূর্ণ স্টেশনে ও প্রধান সড়কে কঠোর অবস্থানে ছিল। পুলিশ উখিয়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল মালেক মানিককে সড়কে বিঘœ সৃষ্টি করার অভিযোগে গ্রেপ্তার করা হয়।
পাঠকের মতামত