প্রকাশিত: ২৯/১২/২০১৪ ৩:২৬ অপরাহ্ণ , আপডেট: ২৯/১২/২০১৪ ৩:২৮ অপরাহ্ণ
শেখ হাসিনাকে হত্যার জন্য হাজার হাজার কোটি টাকা

samim-osman
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, শেখ হাসিনাকে হত্যার জন্য দেশে হাজার হাজার কোটি টাকা ঢোকানো হচ্ছে। গয়েশ্বর চন্দ্র রায়কে কেন গ্রেফতার করা হয়েছে তার একটি অডিও রেকর্ড নিজ কানে শুনলাম। গয়েশ্বর রায় জনৈক মহিউদ্দিনকে বলছেন, কত বোম রেডি আছে? মহিউদ্দিন বলছেন, হাতে আছে ৪০০, আরও আসছে ৮০০। গয়েশ্বর রায় ওই লোককে বলছেন, আরও ২ থেকে ৩ হাজার বোম রেডি কর ওইদিনের জন্য। রোববার বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শামীম ওসমান বলেন, ওরা দেশে একটা অরাজকতা সৃষ্টি করতে চায়। আমাকে বোম মারা হয়েছে রাজাকারদের বিরুদ্ধে কথা বলেছি এই জন্য। তিনি বলেন, এক বছর হল ক্ষমতায় আছি। কিন্তু আট মাস ধরে শুধু ষড়যন্ত্রই মোকাবেলা করছি। এখন বড় ষড়যন্ত্র হচ্ছে। অনেকে বলেন, স্বাধীনতার ৪৩ বছর পরে রাজাকারদের বিচার করার কী দরকার? রাজাকারদের মুক্তি দেওয়া হোক। বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান বদুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কালীপদ মল্লিক, চন্দন শীল, মজিবর রহমান প্রধান, ছাত্রলীগ নেতা মিজান ও রাসেল। নারায়ণগঞ্জের উন্নয়ন প্রসঙ্গ টেনে শামীম ওসমান বলেন, স্টেডিয়াম করলাম। লিঙ্ক রোড করলাম। আমার আশা ছিল রাস্তার দুই পাশে গাছ লাগাব। কিন্তু সিটি করপোরেশন ময়লা ফেলছে। সাংবাদিকরা এ বিষয়ে কিছুই লেখে না। ময়লা ফেলার স্থান সড়ক ও জনপথের উল্লেখ করে শামীম সিটি করপোরেশনকে প্রশ্ন করে বলেন, তুমি কেন ওই জায়গায় ময়লা ফেলবা? শামীম ওসমান বলেন, রাস্তাঘাট করা আমার দায়িত্বে পড়ে না। রাস্তা করার দায়িত্ব সিটি করপোরেশনের। আমি এলাকার মুরব্বিদের অনেকবার বলেছি আইভীর কাছে যান। তাকে বলেন যদি রাস্তাঘাট না করতে পারে তাহলে অনাপত্তি দিক। আমি রাস্তাঘাট করে দেব। কিন্তু তারা আইভীর কাছে যান না। আমি শুনেছি কেউ কেউ গিয়ে ধমক খেয়ে এসেছেন। তিনি বলেন, গত সপ্তাহে ফতুল্লার জন্য ২২ কোটি টাকার একটি রাস্তার কাজ পাস করিয়েছি। গত তিন মাসে ফতুল্লার জন্য ৭৫ কোটি টাকার বাজেট পাস করিয়েছি।
– বেঙ্গলি টাইমস

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...