প্রকাশিত: ২৮/১২/২০১৪ ১১:৪৫ অপরাহ্ণ , আপডেট: ২৮/১২/২০১৪ ১১:৪৬ অপরাহ্ণ
কন্যা সন্তানের বাবা হলেন ওয়াসিম আকরাম

56692_akram
স্পোর্টস ডেস্ক |
কন্যা সন্তনের বাবা হলেন পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াসিম আকরাম। আজ তার ম্যানেজার আরসালান হোসেন শাহ ফেসবুকে আকরাম-ভক্তদের এই সুসংবাদ দিয়েছেন। কন্যা সন্তানের একটি ছবিও তিনি পোস্ট করেছেন। আকরাম নিজেও তার ফেসবুক পেজে তৃতীয় সন্তানের বাবা হওয়ার খবর দিয়েছেন। এবং ভক্তদের কাছে নতুন অতিথির নামও চেয়েছেন। দ্বিতীয় স্ত্রী শানিয়েরার গর্ভে আকরামের এটি প্রথম সন্তান। আগের স্ত্রী হুমার পক্ষে তৈমুর ও আকবর নামে দু’টি পুত্র সন্তান রয়েছে তার। ১৯৯৫ সালে হুমার সঙ্গে আকরামের বিয়ে হয়। কিন্তু ১০ বছরের সংসারে পর ২০০৫ সালে মারাত্মক অসুস্থতার কারণ মারা যান আকরামের স্ত্রী হুমা। এরপর গত বছর আগস্টে অস্ট্রেলিয়ার শানিয়েরাকে বিয়ে করেন আকরাম। এখন তারা মেলবোর্নেই থাকেন। এই ঘরে আকরামের প্রথম সন্তানের জন্মও হয়েছে মেলবোর্নে।

পাঠকের মতামত

সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে কক্সবাজারে সম্পন্ন

সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে কক্সবাজারে সম্পন্ন

  সংবাদ বিজ্ঞপ্তি:: ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর সদস্যদের দ্বারা গঠিত সিএ ...
আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...