প্রকাশিত: ২৮/১২/২০১৪ ১০:১৬ অপরাহ্ণ
টেকনাফে ভুঁয়া পুলিশ আটক

police1 copy
শাহীনশাহ, টেকনাফ:
টেকনাফে পুলিশের সাব-ইন্সপেক্টর দাবীদার ভুয়া পুলিশকে মোঃ ফরিদ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। ২৮ ডিসেম্বর বিকালে হোয়াইক্যং বিওপির দহলদল তাকে আটক করে। পরে নিজের ভুল স্বীকার ও উর্ধ্বতন কর্তৃপক্ষের সমঝোতায় তাকে ছেড়ে দেয়া হয়। আটক ব্যক্তি মুন্সীগঞ্জ জেলার টুঙ্গীবাড়ি উপজেলার বেদকা গ্রামের মৃত সিটু খানের পুত্র বলে তিনি জানান।

জানা যায়, মিয়ানমার কুমিরখালী থানার বালুখালী গ্রামের বাসিন্দা সৈয়দ হোসেনের পুত্র আনসারুল হক (৩০), তার বোন জাহানারা বেগম (৩৫) ও হুমায়রা বেগম (২৫) গত ২৬ ডিসেম্বর চিকিৎসার জন্য বাংলাদেশে এসে ২৮ ডিসেম্বর হোয়াইক্যং লম্বাবিল তেচ্ছীব্রীজ পয়েন্ট দিয়ে স্বদেশে ফিরে যাচ্ছিল। এসময় ২ জন লোক সিভিল পোষাকে নিজেদের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির পুলিশ ও ১জন এসআই ওমর ফারুক পরিচয় দিয়ে রোহিঙ্গা নারী-পুরুষকে মারধর জোরপূর্বক তল্লাশি করে। এদের শৌর-চিৎকার শুনে এসময় বেড়িবাঁধের উপর কর্তব্যরত হোয়াইক্যং বিওপির দহলদল এগিয়ে আসলে নিজেদের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই ফারুক পরিচয় দানকারী ব্যক্তি এক পর্যায়ে বিজিবি’র উপর চড়াও হয়।

এতে বিজিবি টহল দলের সন্দেহ হলে মোঃ ফরিদ (৩৫) কে আটক করে। তার সাথে থাকা আর ১ জন পালিয়ে যায়। এক পর্যায়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই ওমর ফারুক ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তি নিজেদের লোক দাবি করে জোরপুর্বক ছাড়িয়ে নেয়ার চেষ্টা চালায়। কিন্ত উপস্থিত শত শত জনতার চাপের মুখে তাতে ব্যর্থ হয়।

এব্যাপারে জানতে চাইলে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি এসআই ওমর ফারুক জানান, ওই ব্যক্তি আমাদের পক্ষে কাজ করে বিধায় তাকে বিজিবি থেকে ছেড়ে নেয়া হয়েছে।

হোয়াইক্যং বিওপির কোম্পানী কমান্ডার জজমিয়া জানান, সীনান্তে পরিচয় দিয়ে তল্লাশি চালাকালে বিওপির টহল দলের সন্দেহ হলে তাকে আটক করে। তিনি প্রথমে পুলিশ পরে পুলিশের সোর্স দাবী করেন। পুলিশের সাথে সমঝোতার কারণে তাকে ছেড়ে দেয়া হয় ।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...