প্রকাশিত: ২৮/১২/২০১৪ ৯:৩৬ অপরাহ্ণ
দরিয়ানগরে বিরল প্রজাতির হুতুম প্যাঁচা অবমুক্ত

p-2
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের সার্কিটহাউজ সড়ক থেকে ধরা পড়া বিরল প্রজাতির এক হুতুম প্যাঁচা দরিয়ানগরে অবমুক্ত করা হয়েছে। ২৮ ডিসেম্বর সকালে স্থানিয়রা বিরল প্রজাতির এ হুতুম প্যাঁচা ধরে কক্সবাজার সদর রেঞ্জ অফিসে হস্থান্তর করে। একই দিন বিকালে বিরল প্রজাতির এ হুতুম প্যাঁচাটি দরিয়ানগর ইকো পার্কে অবমুক্ত করে বন বিভাগ। এ সময় উপস্থিত ছিলেন, কক্সবাজার দক্ষিন বনবিভাগের সহকারী বন সংরক্ষক (সদর দক্ষিন) দেওয়ান মো. আবদুল হাই আজাদ, কক্সবাজার সদর রেঞ্জ কর্মকর্তা তাপস কুমার দেব, ধোঁয়াপালং রেঞ্জ কর্মকর্তা তাপস সান্যাল, পানেরছড়া রেঞ্জের ফরেষ্ট রেঞ্জার শিবাজী রঞ্জন সেন, এপিপি এড. অরুপ বড়–য়া তপু, দরিয়ানগর ইকো পার্কের ইজারাদার এম সায়েম ডালিম, চেইন্দা বিটের বিট কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, ট্যুরিষ্ট পুলিশের এস.আই নজরুল ইসলাম ও সংবাদকর্মীরা।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...