প্রকাশিত: ২৮/১২/২০১৪ ২:১৪ অপরাহ্ণ , আপডেট: ২৮/১২/২০১৪ ২:৪৪ অপরাহ্ণ
১৬২ যাত্রী নিয়ে এয়ার এশিয়ার ফ্লাইট নিখোঁজ

উদ্ধার অভিযানে ইন্দোনেশিয়া-সিঙ্গাপুর
56666_air
অনলাইন ডেস্ক:
ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে নিখোঁজ হয়ে গেছে এয়ার এশিয়ার একটি ফ্লাইট। সুরাবায়ার জুয়ান্দা বিমানবন্দর থেকে উড্ডয়নের ৪২ মিনিট পর ৭টা ২৪ মিনিটে ১৬২ যাত্রীবাহী ফ্লাইট ‘কিউজেড৮৫০১’ এর সঙ্গে জাকার্তার এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি শনাক্ত করতে চলছে উদ্ধার অভিযান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। সিঙ্গাপুরের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে অবতরনের সম্ভাব্য সময়ের এক ঘণ্টা আগে বিমানটি নিখোঁজ হয়ে যায়। এয়ার এশিয়া তাৎক্ষণিকভাবে একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে তারা জানিয়েছে, বিমানটি ছিল এয়ারবাস এ৩২০-২০০ মডেলের। সুরাবায়া বিমানবন্দরের মহাব্যবস্থাপক ত্রিকোরা রাহার্হো জানিয়েছেন, বিমানে ১৫৫ জন যাত্রী এবং ৬ জন ক্র ছিলেন। যাত্রীদের মধ্যে ১৬ জন শিশু এবং এক নবজাতও রয়েছে। বিদেশী নাগরিক ছিলেন ৬ জন। এর মধ্যে নবজাতক সহ দক্ষিণ কোরিয়ার তিন নাগরিক এবং সিঙ্গাপুর, ফ্রান্স, মালয়েশিয়া থেকে একজন করে নাগরিক। বাকিরা সবাই ছিলেন ইন্দোনেশিয়ান। দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তা হাদি মোস্তফা জানিয়েছেন, কালিমান্তান এবং জাভা দ্বিপপুঞ্জের মধ্যবর্তী জাভা সমুদ্রের ওপর থাকাকালীন বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সেখানকার আবহাওয়া মেঘাচ্ছন্ন বলে তিনি উল্লেখ করেন। ইন্দোনেশিয়া কর্তৃপক্ষের পাশাপাশি পৃথক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে সিঙ্গাপুর। দেশটির বিমান বাহিনী এবং নৌবাহিনী দুটি সি-১৩০ বিমান নিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে। এয়ার এশিয়া স্বল্প মূল্যে সফরের সেবা দিয়ে আসছে দীর্ঘদিন ধরেন। এয়ারলাইন্সটির ইতিহাসে এমন কোন দূর্ঘটনা এটাই প্রথম।

পাঠকের মতামত

আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...
বাড়লো স্বর্ণের দাম

বাড়লো স্বর্ণের দাম

বার্তা পরিবেশকঃ বাংলাদেশে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার কারণে এই ...