প্রকাশিত: ২৪/১২/২০১৪ ৯:৩২ অপরাহ্ণ
চৌফলদন্ডীতে বিজয় মেলার নামে নগ্ন নৃত্য ও জুয়ার আসর

joa
মোঃ রেজাউল করিম, ঈদগাঁও:
কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে মহান বিজয় দিবসের নামে নগ্ন নৃত্য ও মদ- জুয়ার আসরে রাত গভীর হলেই শুরু হয় নারী নিয়ে টানা টানি। সপ্তাহধিকাল জুড়ে এ অপকর্ম অব্যাহত রয়েছে। এলাকার চিহ্নিত অপরাধী চক্রের ছত্র ছায়ায় এ অপকর্ম চলতে থাকলেও প্রশাসন নিরব দর্শকের ভূমিকা পালন করে চলছে বলে অভিযোগ উঠছে। এতে আতংকিত হয়ে পড়ছে পার্শ্ববর্তী সংখ্যালগু রাখাইন সম্প্রাদায়। চৌফলদন্ডী ও ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র সহ সংশ্লিষ্ট প্রশাসন ও কতিপয় পাতি নেতাদের ম্যানেজ করে দীর্ঘ ১৭ দিনের মিশন নিয়ে এ অবৈধ কাজে মেতে উঠেছে ক্ষমতাসীন দলের নাম ব্যবহার করে কতিপয় চিহ্নিত অপরাধী । সরেজমিন পরিদর্শন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ ডিসেম্বর হতে উপকূলীয় চৌফলদন্ডীর বিসিক অফিস সংলগ্ন মাঠে বিজয় মেলার নামে নানা ধরণের অসামাজিক কার্যকলাপ চলে আসছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন স্থান হতে পেশাদার অবৈধ মহিলা এনে রাতে চালানো হয় নৃত্যের আসর। পাশাপাশি মদ ও জুয়ার আসর আড্ডা বসিয়ে প্রতিনিয়ত সাধারণ লোকজনের পকেটের টাকা হাতিয়ে নিচ্ছে। চক্রটি উক্ত টাকা হতে দৈনিক অর্ধ লক্ষ টাকা বিভিন্ন পয়েন্টে উৎকোচ হিসাবে বিলি বন্টন করে এবং বাকী টাকা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নেয় বলে সংশ্লিষ্টরা জানায়। দিন গড়াচ্ছে ততই অসমাজিক কার্যকলাপের মাত্রা বৃদ্ধি পেয়েছে। স্থানীয়দের অভিযোগ ভাড়াটিয়া উক্ত মহিলা দিয়ে মেলা সংলগ্ন কিছু স্থানে পতিতাবৃত্তি শুরু করেছে সংশ্লিষ্টরা। যার কারণে বিগত ২/১ দিন পূর্বে থেকে রাত গভীর হওয়ার সাথে সাথে পতিতা শ্রেণীর এসব মহিলাদের নিয়ে প্রকাশ্য টানা টানি শুরু হতে দেখা গেছে। এসব অপকর্ম প্রকাশ্যে চললেও স্থানীয় পুলিশ তা বন্ধ করে দেওয়ার পরিবর্তে উল্টো তা উপভোগে মত্ত বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এ ছাড়া এ মেলা উপভোগ কালে বিগত শনিবার নৃত্যের আসরে ঈদগাঁও বাজারের ব্যবসায়ীদের সর্বস্ব লুট করে নিলেও পুলিশ নৃত্যের আসর কিংবা জড়িত অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো এক ব্যবসায়ীকে আটক করে। এতে বুঝা যায় পুলিশ পহরায় এ অপকর্ম অব্যাহত রয়েছে। এদিকে অবৈধ আসরে যোগ দেয়া লোকজন তাদের টাকা যোগাড় করতে গিয়ে চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানান অপরাধে জড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ পুলিশি পাহারায় এসব হচ্ছে। এতে করে মেলার পার্শ্ববর্তী এলাকার নিরীহ লোকজনসহ রাখাইন সম্প্রদায় চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। যে কোন সময় উক্ত মেলা নামক অসামাজিক কার্যকলাপকে ঘিরে অনাকাংখিত ঘটনার সুত্রপাত হতে পারে বলে আশংকা করছে এলাকাবাসী। এদিকে প্রশাসনের বিভিন্ন দপ্তরে বিষয়টি অবগত হলেও রহস্যজনক কারণে কোন ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্টরা। স্থানীয় সচেতন মহলের অভিমত আর কত অনৈতিক কার্যকলাপ ও বেহায়াপনা চললে মহান মুক্তিযুদ্ধের পবিত্র ভাবমূর্তি রক্ষা পাবে। অবিলম্বে এলাকার যুব সমাজের অবক্ষয়, আইন শৃংখলার অবনতি ও মুক্তি যুদ্ধের মহান মর্যাদা অক্ষুন্ন রাখতে মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলার নামে চলমান অত্র অসমাজিক আসর বন্ধ করে দিতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন বিজ্ঞমহল। এ ব্যাপারে মেলা উদযাপন কমিটির কো-চেয়ারম্যান হাবিবুল্লাহর সাথে যোগাযোগ করা হলে এসব অভিযোগ করেন এবং বিজয় মেলায় আমন্ত্রন জানান।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...