উখিয়ায় ১০ হাজার ইয়াবাসহ গ্রেফতার-১
নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়ায় ১০ হাজার ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ...
ইমরান জাহেদ, কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফ পৌরসভার পুরান পল¬নপাড়া থেকে সাত হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। বুধবার দুপুর ১২টার দিকে সদর ইউনিয়ন বিএনপি নেতা সিরাজুল ইসলামের ছেলে ছলিমের বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছলিম ব্যাগটি বাড়ির উঠানে ফেলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি ডিবি পুলিশ।
কক্সবাজার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন জানান, পলাতক ছলিমকে প্রধান আসামি করে সংশি¬ষ্ট আইনে মামলা দায়ের করা হবে।
পাঠকের মতামত