প্রকাশিত: ২০/১২/২০১৪ ৯:০১ অপরাহ্ণ , আপডেট: ২০/১২/২০১৪ ৯:০৮ অপরাহ্ণ
উখিয়ার ইনানী পুলিশ ফাঁড়ির আইসি হাবিবের চাঁদাবাজিতে অতিষ্ট এলাকাবাসী

Police.
মাহমুদুল হক বাবুল::
কক্সবাজারের উখিয়ার ইনানী পুলিশ ফাঁড়ির আইসি হাবিবের চাঁদাবাজীতে এলাকাবাসী অতীষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। জানা যায়, উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকা থেকে শুরু করে সুদুর মনখালী পর্যন্ত বিভিন্ন সড়কের যানবাহন থেকে শুরু করে লাকড়ি কোড়ায়, জুয়ার আসর ও সাধারণ নিরীহ মানুষকে গ্রেপ্তারের হুমকি দমকি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে আঙ্গুল ফুলে কলাগাছে পরিণত হয়েছে। তার এই বেপরোয়া চাঁদাবাজীতে কেউ প্রতিবাদ করলে তাদের উপর নেমে আসে শারীরিক ও মানসিক নির্যাতনসহ মিথ্যা মামলা। শুধু তাই নয়, শনিবার ভোর রাতে চোয়াংখালী এলাকার শীর্ষ দালাল নামে খ্যাত মোজাম্মেলকে সাথে নিয়ে মাদারবনিয়া এলাকা হতদরিদ্র পরিবারের ছেলে মৃত আব্দুল্লাহর পুত্র আবু তাহের (২৬) এর বিরুদ্ধে মামলা ওয়ারেন্ট আছে মর্মে তাকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ ফাঁড়িতে নেওয়ার বাহনা দিয়ে আধা রাস্তায় নিয়ে গিয়ে তার নিযুক্ত মোজাম্মেল দালালের মাধ্যমে ১০ হাজার টাকা মুক্তিপনের মাধ্যমে আবু তাহেরকে ছেড়ে দেওয়া হয়। এ ব্যাপারে আবু তাহের সাংবাদিকদের অভিযোগ করে বলেন, আমার বিরুদ্ধে কোন মামলা ওয়ারেন্ট না থাকার সত্বেও মোজাম্মেলসহ ফাড়ির পুলিশের আইসি ভোর ৪ টার দিকে আমার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে বিভিন্ন মানবপাচার মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আমার কাছ থেকে ১০ হাজার টাকা হাতিয়ে নেয়। ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক হাবিবুর রহমান প্রতিনিয়ত এলাকার সাধারণ লোকজনদের কাছ থেকে তার নিযুক্ত দালালদের দিয়ে আটকিয়ে রেখে মুক্তিপনের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যাপক অভিযোগ ও তার বিরুদ্ধে রয়েছে।

এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, ইনানী পুলিশের আইসি হাবিবুর রহমান মালয়েশিয়া অস্থায়ী এয়ারপোর্ট থেকে দালাল সিন্ডিকেট গডফাদারদের কাছ থেকে জনপ্রতি ১ হাজার করে টাকা নিয়ে ওই মানবপাচারকারী গডফাদারদেরকে সহায়তা করে থাকে বলে এলাকাবাসীর সূত্রে জানা গেছে। এব্যাপারে ইনানী ফাড়ির আইসি হাবিবের কাছ থেকে জানতে চাইলে তিনি এব্যাপারে কোন বক্তব্য দিতে রাজি হয়নি। থানার ওসি মোঃ জহিরুল ইসলাম খান বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...