প্রকাশিত: ১৯/১২/২০১৪ ১০:৪৮ অপরাহ্ণ

Refugee Camp
এম.আমান উল্লাহ, কক্সবাজার::
কক্সবাজার জেলা জুড়ে গোপনে চলছে নিষিদ্ধ সংগঠন আর.এস.ও’র জঙ্গি কার্যক্রম। এ সব জঙ্গি কার্যক্রমে নেতৃত্ব দিয়ে আসছে জঙ্গি সংগঠনের প্রধান সালাউলের সেকেন্ড ইন কমান্ড মৌলানা শফিকুর রহমান। প্রতিদিন জেলার পাহাড়ী অঞ্চলে তাদের নিজস্ব স্থানে মৌলানা শফিকের নেতৃত্বে গোপনে নিয়মিত জঙ্গি প্রশিক্ষণ চলছে বলে অভিযোগ রয়েছে। শুধু তাই নয় বার্মার এই বংশদুত রোহিঙ্গা নাগরিক কাওমি মাদ্রারাসায় লেখা-পড়া করেন সেই সুবাধে জঙ্গি সংগঠন আর.এস.ও’র প্রধান সালাউলের সাথে পরিচয় ঘটে। পরিচয় সুত্রে জঙ্গি সালাউলের হাত ধরে শফিকুর রহমান বাংলাদেশে আসেন। অবৈধ অনুপ্রবেশকারী এই রোহিঙ্গা নাগরিক নিজেকে কক্সবাজারের স্থানীয় বাসিন্দা দাবী করলেও আসলে সে কক্সবাজারের বাসিন্দা নয় বলে জানান স্থানীরা। স্থানীরা আরো অভিযোগ করে বলেন, বাংলাদেশ সরকার জঙ্গি র্নিমূলের বিষয়ে তৎপর হলে হঠাৎ লুকিয়ে পড়ে জঙ্গি সালাউল তার অনুপস্থিতে দিক নির্দেশনা নিয়ে বর্তমান জঙ্গি কার্যক্রম কাজ চালিয়ে যাচ্ছে সেকেন্ড ইন কমান্ড মৌলানা শফিকুর রহমান। বর্তমানে শফিকুর রহমান মসজিদ ও মাদ্রাসা ভিত্তিক গোপনে জঙ্গি প্রশিক্ষণ কাজ চালিয়ে যাচ্ছে। বার্মার বলি বাজারের বাসিন্দা মৃত মৌলানা জাফর আলমের পুত্র মৌলানা সফিকুর রহমান বলে জানাযায়। সে বর্তমানে গোপনে শহরের রুমালিয়ার ছড়ায় বসবাস করে আসছেন। এ ছাড়াও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সে একাধিক বিবাহ করছেন বলেও অভিযোগ রয়েছে। বিভিন্ন কৌশলে নারীদের প্রলোভন দেখিয়ে ফাঁন্দে ফেলে গড়ে তোলে অনৈতিক সম্পর্ক। এ বিষয়ে অভিযুক্ত মৌলানা শফিকুর রহমান বলেন, আমি নোয়াখালি ও লক্ষিপুর জেলায় দায়িত্ব পালন করে আসছি, প্রতি সপ্তাহে সরকারি গোয়েন্দা বিভাগে হাজিরা দিয়ে আসছি। কিন্তু কিসের দায়িত্ব কেন হাজিরা দেন? প্রশ্ন করা হলে তিনি কোন উত্তর না দিয়ে মোবাইল ফোনের লাইন কেটে দেন। এর পর তার ব্যবহৃত মোবাইল ফোনে বার বার রিং করেও লাইন পাওয়া যায়নি।
সুত্র: ইউএনসি

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...