
অনলাইন ডেস্ক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার ও পাকবন্ধু বলার অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ৫টি রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা দায়ের করা হয়েছে দেশের বিভিন্ন আদালতে। আজ ঢাকা, চট্টগ্রাম, নাটোর ও কুমিল্লার আদালতে এসব মামলা দায়ের করা হয়। দুপুরে তারেক রহমানের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে দুটি পৃথক মামলা করা হয়েছে। এর মধ্যে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগ এনে মামলা করেন ঢাকা বারের আইনজীবী মোস্তাফিজুর রহমান দুলাল। মানহানির অভিযোগে অপর মামলাটি করেন হকার্স লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। চট্টগ্রামে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে মামলাটি দায়ের করেন। নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারেকের বিরুদ্ধে মানহানি মামলাটি করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আহমেদ আলী মোল্লা। উল্লেখ্য, গত সোমবার লন্ডনে বিজয় দিবসের এক আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার, খুনি ও পাকবন্ধু’ বলেন তারেক রহমান।
পাঠকের মতামত