প্রকাশিত: ১৮/১২/২০১৪ ২:৩৩ অপরাহ্ণ

এম.জিয়াবুল হক,চকরিয়া :
চকরিয়ায় বনাঞ্চলের দলছুট একটি বন্যহাতিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গোপনে মৃত হাতিটি পুতে রাখা হলেও কয়েকদিন পর মাটি কুঁেড় গর্ত থেকে মৃত হাতিটি উত্তোলন করে নিয়েছে একটি হাতির পাল। এ ঘটনায় স্থানীয় লোকজনের মাঝে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় একটি চক্র হাতির মুল্যবান দাঁত চুরি করতে রাতের আঁধারে এ ঘটনাটি সংগঠিত করেছে। উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের দক্ষিন সুরাজপুর পাহাড়ি এলাকায় ঘটেছে এ ঘটনা।
স্থানীয় লোকজন জানান, কয়েকদিন আগে স্থানীয় একটি চক্র রাঁেতর আধারে একটি দলছুট হাতিকে পিটিয়ে হত্যা করে পাচারকারী চক্রের সদস্যরা। ধারনা করা হচ্ছে, হাতিটি মেরে মুল্যমান দাঁত লুটে নেয়ার জন্য চক্রটি রাতের আঁধারে এ ঘটনাটি সংগঠিত করেছেন। স্থানীয়রা আরো জানান, হত্যার পর মৃত হাতিটি মাটি চাপা দেওয়া হলেও কদিন পর একটি হাতির পাল ফের ওই এলাকায় এসে মাটি কুঁেড় লাশটি উত্তোলন করে নিয়েছে। এ অবস্থার পর পাচারকারী চক্রের লোকজন ফের রাতের আঁধারে আবারো মৃত হাতিটিকে মাটি চাপা দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার লোকজন সাংবাদিকদের জানিয়েছেন, ক্ষেত নষ্ট করার জের ধরে দক্ষিন সুরাজপুর এলাকার হাজী নুরুল কবিরের ছেলে জসিম উদ্দিন ও তার সহযোগিরা রাতের আঁধারে এ ঘটনাটি করেছে। তদন্ত করলে জড়িত অনেকের নাম উঠে আসবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক বলেন, দক্ষিন সুরাজপুর এলাকায় রাঁেতর আধাঁরে একটি বন্যহাতিকে হত্যা করা হয়েছে বলে শুনেছি। তবে এ ঘটনায় কাঁরা জড়িত সে ব্যাপারে বিস্তারিত নিশ্চিত হওয়া যায়নি।
জানতে চাইলে কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়ার ফাসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা খাঁন হাফিজুর রহমান বলেন, সুরাজপুর এলাকায় একটি বন্যহাতিকে মেরে মাটি চাপা দেয়া হয়েছে বলে শুনেছি। এব্যাপারে জড়িতদের চিহিৃত করে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...