বিশেষ প্রতিনিধি |
আদালত অবমাননার অভিযোগে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানকে তলব করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ এক আইনজীবীর করা আবেদনের ওপর শুনানি শেষে আদালত এ আদেশ দেন। আগামী ৫ই জানুয়ারি আপিল বিভাগে তাদের হাজির হয়ে প্রতিবেদনের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে আজ দৈনিকটিতে একটি সম্পাদকীয় প্রকাশিত হয়। এতে আদালত অবমাননা হয়েছে উল্লেখ করে নির্দেশনা চেয়ে আপিল বিভাগে আবেদন করেন একজন আইনজীবী। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, এটর্নী জেনারেল মাহবুবে আলম। সিনিয়র আইনজীবী মাহমুদুল ইসলাম ও আজমালুল হোসেন কিউসির বক্তব্যও শোনেন আদালত। শুনানিতে আইনজীবীরা বলেন, প্রকাশিত প্রতিবেদনটি আপিল বিভাগসহ সকল বিচারপতির জন্যই অবমাননাকর।
সুত্র : মানবজমিন
প্রকাশিত: ১৫/১২/২০১৪ ২:১৩ অপরাহ্ণ
আব্দুস সালাম, টেকনাফ:: সাগরপথে টেকনাফের বাহারছড়ায় মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গাকে ...
পাঠকের মতামত