অনলাইন ডেস্ক::
ভারতে ফের শিশু শ্রম নিয়ে জোরালো প্রশ্ন তুললেন নোবেলজয়ী কৈলাশ সত্যার্থী। বললেন, সাংসদরা যদি এ বিষয়ে কিছু করতে না পারেন, তাহলে ইতিহাস তাঁদের ক্ষমা করবে না। এক সংবাদ সম্মেলনে সত্যার্থী বলেন, আমি সব সাংসদদের কাছে অনুরোধ জানাচ্ছি, এমন কিছু যাতে না করা হয় যে ভারতের শিশুরা কোনোদিন তাদের ক্ষমা না করে। তিনি বলেন, শিশুশ্রম কথাটা যেন দ্রুত ইতিহাসের পাতায় চলে যায়। শিশুশ্রমবিরোধী বিল পাস হয়ে গেলে ১৪ বছরের নিচে কোনো শিশু কোনো পেশায় যোগ দিতে পারবে না। প্রত্যেক মুহূর্তে গান্ধীজীকে স্মরণ করি বলে মন্তব্য করেন তিনি।
আজ রবিবার ভারতে ফিরে কৈলাশ স্ত্রীর সঙ্গে রামঘাটে যান। কিভাবে তিনি তাঁর পুরস্কারের টাকা খরচ করতে চান, সে সম্পর্কে সত্যার্থী বলেন, এত টাকা কোনোদিন দেখিনি। তবে এটুকু বলতে পারি পুরস্কারের সম্পূর্ণ অর্থ দেশের ও দেশের বাইরের শিশুদের জন্য খরচ করব। ভারতে তাঁকে যেভাবে অভ্যর্থনা জানানো হয় তাতে তিনি অভিভূত।
প্রকাশিত: ১৫/১২/২০১৪ ১২:৪৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক : ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ইন্টারন্যাশনাল ইয়ুথ সামিট ২০২২। আন্তর্জাতিক এই ...
পাঠকের মতামত