মানবজমিন:
মিয়ানমার নাগরিককে আশ্রয়দান ও অবৈধ অনুপ্রবেশে সহায়তার অভিযোগে কক্সবাজার-৪ আসনের এমপি আব্দুর রহমান বদির দুই ভাই ফয়সাল ও শফিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এর আগে সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী ফয়সাল ও শফিফকে ধরতে তাদের বাড়িতে অভিযান চালায় টেকনাফ মডেল থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ফয়সাল ও শফিফ। এসময় পুলিশ তাদের বাড়ী থেকে শামসুল আলম পুতিইয়া নামে এক মিয়ানমার নাগরিককে আটক করে। সে মিয়ানমারের বুচিডং এলাকার মৃত রশিদ আহমদের পুত্র। আটক শামসুল আলমকে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা (নং-৩১) দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে। টেকনাফ থানার অফিসার ইনচার্জ মো. মোক্তার হোসেন জানান, তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী শফিক ও ফায়সালকে আটকের জন্য পুলিশ এ অভিযান চালিয়েছিল। এসময় তাদের বাড়ী থেকে মিয়ানমারের এক নাগরিককে আটক করা হয়। মিয়ানমার নাগরিককে আশ্রয়দান ও অবৈধ অনুপ্রবেশে সহায়তার অভিযোগে ফয়সাল ও শফিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে তারা পলাতক রয়েছেন বলে জানান তিনি।
প্রকাশিত: ১৪/১২/২০১৪ ১০:৩৯ অপরাহ্ণ
আব্দুস সালাম, টেকনাফ:: সাগরপথে টেকনাফের বাহারছড়ায় মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গাকে ...
পাঠকের মতামত