খালেদ হোসেন টাপু,রামু:
কক্সবাজারের সেন্টমার্টিনে বেড়াতে এসে শিশু সন্তানসহ অপহৃত পর্যটক দম্পতিকে ৭ দিন পর রামু থেকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত ২টার দিকে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের তেচ্ছিপুল সিকদারপাড়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় তিন অপহরণকারীকে আটক করা হয়।
উদ্ধার হওয়া দম্পতি হলেন, কুমিল্লার তিতাস উপজেলার গৌরিপুর ইউনিয়নের সোনাকান্দি এলাকার রইজ উদ্দিন সুমন (৩৫), তার স্ত্রী আমেনা খাতুন (৩২)। গত ৭ ডিসেম্বর মুক্তিপণ দাবিতে দুর্বৃত্তরা তাদের সেন্টমার্টিন থেকে অপরহরণ করে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তাদের উদ্ধার করে।
আটক অপহরণকারীরা হলেন, রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের তেচ্ছিপুল সিকদার পাড়া এলাকার মৃত হাজী নুরুল হকের ছেলে জয়নাল আবেদীন (৩৩), মো. আলমের ছেলে নবী আলম (২২), টেকনাফ উপজেলার ইসলামবাদ এলাকার আব্দুল মোতালেবের ছেলে আব্দুল হাকিম (২৫)। রামু থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রকাশিত: ১৪/১২/২০১৪ ৭:০৭ অপরাহ্ণ
পাঠকের মতামত