
অনলাইন ডেস্ক:
দৈনিক প্রথম আলোর কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার আব্দুল কুদ্দুস রানার দায়ের করা মানহানি মামলায় সাংবাদিক ফরিদুল মোস্তফা খানকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ ১০ ডিসেম্বর বুধবার স্বশরীরে হাজির হয়ে সাংবাদিক ফরিদ জামিন আবেদন করলে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মহিউদ্দিন মুরাদ তার আবেদন নাকচ করে দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ সময় আসামীর পক্ষে জামিন প্রার্থনা করেন জেলা আওয়ামীলীগের সভাপতি সিনিয়র আইনজীবি এ.কে আহমদ হোসেন, জেলা বারের সভাপতি ছৈয়দ আলম, সাধারণ সম্পাদক এড. মোহাম্মদ তারেক, এড. আব্দুল মান্নানসহ অসংখ্য আইনজীবি।
সাংবাদিক ফরিদুল মোস্তফা খানের সম্পাদিত কক্সবাজার বানী পত্রিকায় গত ২৩ জানুয়ারী প্রথম আলো’র কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার আব্দুল কুদ্দুস রানাকে ইয়াবা গড়ফাদার ও জেলা প্রশাসন থেকে মাসিক ১২ লাখ টাকা চাঁদা নেয়ার অভিযোগ এনে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদের প্রেক্ষিতে ২৮ জানুয়ারী ১ কোটি টাকার মানহানি হয়েছে দাবী করে সাংবাদিক ফরিদুল মোস্তফা খানের বিরুদ্ধে মামলা করেছিলেন সাংবাদিক রানা।
এ মামলায় ৯ ডিসেম্বর মঙ্গলবার একই আদালত সাংবাদিক ফরিদুল মোস্তফাকে ৬ মাসের সশ্রম কারাদন্ড দেয়।
পাঠকের মতামত