সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক
আব্দুস সালাম, টেকনাফ:: সাগরপথে টেকনাফের বাহারছড়ায় মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গাকে ...
সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার:
কক্সবাজার সদরের ঈদগাঁওতে নারী নির্যাতন মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে বাজারের সুপারি গলিস্থ এলাকা থেকে স্থানীয় ঈদগাঁও তদন্ত কেন্দ্রের এসআই জাকারিয়ার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করেন। আটককৃতরা হলেন ভোলা দাশের স্ত্রী মনি দাশ ও স্বপন কুমার দাশের স্ত্রী জোৎস্না রানী দাশ। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তারী পরোয়ানা ছিল বলে পুলিশ সূত্র জানায়। পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (উপপরিদর্শক) মিনহাজ মাহমুদ ভুইয়া আটকের সত্যতা নিশ্চিত করেন।
পাঠকের মতামত