প্রকাশিত: ০৫/১২/২০১৪ ১১:১৯ অপরাহ্ণ
কোর্টবাজার থেকে অপহরণের দায়ে আটক-২॥ অপহৃত উদ্ধার

Arrest..
পলাশ বড়ুয়া:
কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার স্টেশন থেকে অপহরণের দায়ে ২ ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৭।
জানা যায়, ১৫ নভেম্বর মালেশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে এসে যশোরের নুর ইসলামের পুত্র মোহাম্মদ জাকারিয়া (২৬) কে অপহরণের দাবীতে দফায় মুক্তিপণ দাবী করে আসছিল। ইতিপূর্বে অপহৃত জাকারিয়ার পরিবার থেকে প্রথম দফায় বিকাশের মাধ্যমে ৪হাজার টাকা আদায় করে। দ্বিতীয় দফায় ৫ ডিসেম্বর পুনরায় ২০হাজার টাকা দাবী করলে কোর্টবাজারস্থ এন. আলম শপিং কমপ্লেক্সের রাকিব এন্টারপ্রাইজে বিকাশে টাকা গ্রহণ করার জন্য আসলে র‌্যাবের সিনিয়র এসপি দেলোয়ার হোছাইনের নেতৃত্বে ১০জনের একটি টিম তাকে আটক করে। ওই সময় সন্দেহজনক ভাবে পশ্চিম পাইন্যাশিয়ার হাজী এজাহার মিয়ার পুত্র প্রবাসী শামশুল আলম (৪০)কে আটক করা হলেও অপহরণে সংশ্লিষ্ট না থাকায় ছেড়ে দেওয়া হয়।
একই দিন অপহরণকারী জাকারিয়ার স্বীকারোক্তি মোতাবেক জুম্মাপাড়া এলাকা থেকে অপহরণকারী দলের অন্য সদস্য আবু ইউছুপ (৩০) পিতা- অজ্ঞাত কে আটক ও ভিকটিম মোহাম্মদ জাকারিয়াকে উদ্ধার করার সত্যতার স্বীকার করেন এসপি শরাফত ইসলাম।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...