প্রকাশিত: ০৫/১২/২০১৪ ৮:০৫ অপরাহ্ণ
এম বশর চৌধুরী উখিয়া:
উখিয়ার পশ্চিম রতœা গ্রামে গত ২মাস ধরে মা মেয়ে গুম রয়েছে। একটি সন্ত্রাসী গ্র“প গত ৩ অক্টোবর নিজ বাড়ী থেকে তাদেরকে অপহরন করে আত্মগোপন করে রেখেছে বলে অপহ্নদের পক্ষে সিরাজ মিয়া থানায় লিখিত অভিযোগ করেন।
পশ্চিম রতœা গ্রামের মৃত কবির আহম্মদের ছেলে সিরাজ মিয়া থানায় অভিযোগ করে জানান, একই গ্রামের মৃত চাদ মিয়ার ছেলে ছৈয়দ আলম বাবুল এবং তার ছেলে জাহেদ আলমের সাথে সামাজিক বিভিন্ন বিষয় নিয়া পূর্ব থেকে বিরোধ আছে। উক্ত বিরোধের জের ধরে গত ৩ অক্টোবর সন্ত্রাসী জাহেদ (৫০) ছৈয়দ আলম বাবুল (৫০) সিরাজ মিয়ার স্ত্রী মমতাজ বেগম (৩৫) ও মেয়ে শানু আক্তার (১৭) দের অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়া যায়। অসহায় সিরাজ মিয়া জানান, অপহরণকারী চক্র তার স্ত্রী ও মেয়েকে পাচারকারী চক্রেরহাতে তুলে দেওয়ার জন্য অপহরণ করে গুম করে রেখেছে।
পাঠকের মতামত