সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক
আব্দুস সালাম, টেকনাফ:: সাগরপথে টেকনাফের বাহারছড়ায় মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গাকে ...
সিএসবি২৪ ডটকম॥
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যু দন্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের আপিল শুনানির জন্য আগামী ১৪ই জানুয়ারি তারিখ নির্ধারণ করেছেন আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ তারিখ নির্ধারণ করেন। ২০১৩ সালের ১১ই আগস্ট খালাস চেয়ে আপিল দায়ের করেন আলী আহসান মুহাম্মদ মুজাহিদ। এর আগে গত ১৭ই জুলাই বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মুজাহিদের মৃত্যুদন্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করে। ২০১০ সালের ২৯ই জুন আলী আহসান মুহাম্মদ মুজাহিদকে গ্রেপ্তার করা হয়। ২০১১ সালের ১১ই ডিসেম্বর তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। গত বছরের ২৬শে জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
সুত্র : মানবজমিন
পাঠকের মতামত