প্রকাশিত: ০২/১২/২০১৪ ৮:৩২ অপরাহ্ণ , আপডেট: ০২/১২/২০১৪ ৮:৪৯ অপরাহ্ণ

rape2
মাহমুদুল হক বাবুল, উখিয়া::
কক্সবাজারের উখিয়ার এক কিশোরীকে প্রতিবেশী জনৈক মহিলা বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে কক্সবাজারে একটি হোটেলে নিয়ে জোর পূর্বক ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ২৭ নভেম্বর কক্সবাজারের কলাতলীস্থ একটি আবাসিক হোটেলে। এ ব্যাপারে প্রতিবেশী হামিদা বেগম লাকী (২৮)কে অভিযুক্ত করে ধর্ষিতার মা মাহমুদা বেগম (৪৫) বাদী হয়ে উখিয়া থানায় অভিযোগ করেছে।

অভিযোগে জানা যায়, উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া গ্রামের শহর আলীর মেয়ে কাজল রেখা (১৪)কে প্রতিবেশী ছৈয়দ হোসেনের স্ত্রী হামিদা বেগম লাকী তার বোনের বাড়ীতে বেড়াতে নেওয়ার নাম করে গত ২৭ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজারের কলাতলীস্থ একটি আবাসিক হোটেলে নিয়ে যায়। ধর্ষিতা কিশোরী কাজল রেখা জানায়, চা বিস্কিটের সাথে চেতনা নাশক ঔষধ খাইয়ে অজ্ঞান করে ফেলে। পরদিন সকালে বিবস্ত্র অবস্থায় পাশে অজ্ঞাত পরিচয় ৩৫ বছরের জনৈক ব্যক্তিকে দেখতে পাই এবং অজ্ঞান অবস্থায় আমাকে রাতভর একাধিকার ধর্ষন করে। সকাল ৮টার দিকে প্রতিবেশী হামিদা বেগম লাকী এসে এ কথা গোপন রাখার শর্তে নানা হুমকি-ধমকি দিয়ে বাড়ীতে পৌছিঁয়ে দেয়। এ বিষয়ে স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিদের জানিয়ে ধর্ষককে একাধিকবার খোঁজাখুজির পরও না পেয়ে বিলম্বে গতকাল মঙ্গলবার দুপুরে উখিয়া থানায় প্রতারক হামিদা বেগম লাকীসহ অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দিতে যাই। ধর্ষিতার মা মাহমুদা বেগম বলেন, দীর্ঘদিন স্বামী পরিত্যক্ত হয়ে কষ্ট করে ছেলে-মেয়েদের নিয়ে দিন যাপন করে আসছি। আমার মেয়ের সর্বনাশের ব্যাপারে থানায় অভিযোগ দিতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি কক্সবাজার সদর থানাকে অবহিত করার কথা বলে তাড়িয়ে দেন। উখিয়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম খান অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি যেহেতু কক্সবাজার সদর থানায় সেহেতু সেখানে অভিযোগ দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...