প্রকাশিত: ০১/১২/২০১৪ ১০:১২ অপরাহ্ণ
নাইক্ষ্যংছড়ি ভুঁয়া গোয়েন্দা সদস্যসহ আটক-৬

Arrest..
হাফিজুল ইসলাম চৌধুরী, নাইক্ষ্যংছড়ি :
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ও ঘুমধুম ইউনিয়নে পৃথক অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুুলিশ। রবিবার রাতে এ অভিযান চলে। অভিযানকালে বাইশারী ইউনিয়নে রাবার বাগানের জমি সংক্রান্ত ঘটনায় নিজেকে গোয়েন্দা সংস্থার পরিচয় দেওয়ার সাথে সাথে ঘটনাস্থল থেকে ওবাইদুল হক (৪২) নামে এক ভূয়া গোয়েন্দা সংস্থার সদস্যকে আটক করেছে বাইশারী তদন্ত কেন্দ্র পুলিশ। পুলিশ জানিয়েছে, আটককৃত ব্যাক্তি ফেনী ফুলগাজী উপজেলার পরসুরাম এলাকার শামসুল হকের ছেলে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার ওবাইদুল হককে থানায় জেরা করার পর ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে একইদিন সন্ধ্যায় উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশ প্রবেশের সময় মিয়ানমারের মংডু জেলার ক্রিংমং এলাকার বাসিন্দা মাইছাঅং (৩০), জুনখাই (৩০) কে আটক করেছে ১৭ বিজিবির একটি টহলদল।

এসময় দুই মিয়ানমার নাগরিকে টাকার বিনিময়ে বাংলাদেশে প্রবেশের সুযোগ করে দেওয়ার অভিযোগে টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকার চিংহ্লাউ (৩০), মংতাইন তংচঙ্গ্যা (৩৫), মংছামিআ (৩২) কে আটক করা হয়। আটকৃতদের কাছ থেকে নগদ ১লক্ষ ৭২ হাজার ৯৪টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সোমবার আটকৃতদের নাইক্ষ্যংছড়ি থানায় সোর্পদ করে পাচঁজনের বিরুদ্ধে ১৯৪৬ সনের বৈদেশিন নাগরিক সর্ম্পকিত আইনে মামলা রুজু করা হয়েছে। (মামলা নং- ১-তারিখ- ০১/১২/২০১৪ইং)।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...